www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বন্ধন - বোধের আধিপত্য

বোধের আধিপত্য

আমার নিরবতাকে উদাসীনতা ভেবো না
আমার নির্বাক থাকাকে অবজ্ঞা ভেবো না

আমার দৃষ্টি বরাবরই তোমার পানে...
হয়তো আমার রোদ চশমা
তোমাকে ফাঁকি দিতেই ।

ফাঁকিটা শুভঙ্করের নয়
এই ফাঁকিতে জড়িয়ে আছে
সম্পর্কের বিশ্বস্ততা ।

বোধের ব্যাপ্তি তার অনেক অ-নে-ক দূর !



বন্ধন

তোমার সাথে আমার পার্থক্যটা এখানেই...
তুমি আঘাত করতে পারো
আমি নই ।

আমি সম্পর্কের সম্মান রাখতে পারি।
সম্পর্কে যদি সম্মাণই না থাকলো
তবে কিসের সম্পর্ক?!

তুমি কি এতোটাই আত্নবিশ্বাসী হয়ে উঠলে যে,
আমি তোমাকে ছেড়ে যাব না?!

আমি তো আসলেই তোমাকে ছেড়ে যেতে পারবো না।
কি এক অমোঘ টানে, জালে আমি আটকা পড়েছি !

কতোবার যে ছুটতে চেয়েছি...
তোমার বাঁধার ক্ষমতা অসীম !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • suman ২৩/১০/২০১৩
    নারী-পুরুষের সম্পর্ক এক জটিলতম বিষয় বলে মনে ...যদি পারস্পরিক আস্থা আর দায়বদ্ধতা থাকে তবে তৈরী হয় এক দারুণ নির্ভরতা ...একজন আর একজন ছাড়া যেনো অচল ...আর যদি সম্পর্কের মাঝে থাকে অবজ্ঞা ,অবহেলা , বিশ্বাসহীনতা ,রাজনৈতিক মারপ্যাঁচ ...তাহলে বাকীটা সহ্জে কল্পনা করে নেওয়া যায় ...পরিণতি অনিবার্য ...
    • আরজু নাসরিন পনি ২৪/১০/২০১৩
      পুরোপুরি সহমত ।
      উভয় পক্ষের অনুভুতির প্রতি পরস্পরের শ্রদ্ধা না থাকলে সম্পর্ক অনেকই কঠিন হয়ে উঠে ।
      পাঠে অনেক কৃতজ্ঞতা জানাই, প্রিয় সুমন ।
      অনেক ভালো থাকুন সবসময়ই ।।
  • সহিদুল হক ২২/১০/২০১৩
    পারস্পরিক সম্মান প্রদর্শনের মধ্য দিয়েই সম্পর্ক মজবুত হয়,তাছাড়া সম্মান পেতে চাইলে সম্মান দিতেও জানতে হয়। কেবলই নেব, দেব না কিছুই, এই ধরণের মানসিকতা ভয়ংকর।------সুন্দর কবিতা।
    • আরজু নাসরিন পনি ২৩/১০/২০১৩
      আমরা বড্ড বেশি নিজেদের কথা ভাবি বলেই হয়তো এই বিপত্তি ...অপরপক্ষের কথাটাও ভেবে দেখার মতো ...
      পাঠে অনেক কৃতজ্ঞতা জানাই আপনাকে ।।
      • সহিদুল হক ২৩/১০/২০১৩
        সঠিক কথা।
  • অসাধারণ! সত্যিই খুব লাগলো।
    • আরজু নাসরিন পনি ২৩/১০/২০১৩
      আমার লেখাগুলোতে আপনার এই যে দারুণ সব মন্তব্য ...আমি সত্যিই আপ্লুত ।
      অনেক কৃতজ্ঞতা জানাই সাখাওয়াৎ ।।
      • আমি কি আর মন্তব্য করলাম! আপনার এতো সুন্দর সুন্দর দেখে আমি নিজেই অভিভূত হয়ে যায়।
        • আরজু নাসরিন পনি ২৪/১০/২০১৩
          আমি কিন্তু অনেকই সুন্দর লিখেন । আমার মতো নগন্য একজনের প্রতি এ আপনার মহানুভবতা ।

          শুভকামনা রইল নিরন্তর ।।
 
Quantcast