www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হারিয়ে যাওয়া কেউ

এনালগ :

উৎসব মুখর সেই দিনে,
হঠাৎ করেই তোমাকে দেখলাম !
এতো জোরে ডাকলাম, শুনতে পাও নি ! ?
দ্বিতীয়বার ডাকতে বড্ড সংকোচ হচ্ছিল !
তাই আর ডাকা হয় নি ।

তোমার ঠিকানায় একটা চিঠি লিখেছিলাম ।
ডাকপিয়ন পৌঁছায়নি সম্ভবত ।
অথবা বাসার লেটার বক্সটি অনেকদিন ছুঁয়ে দেখো না!


ডিজিটাল :

ঈদের দিন ,
তোমার নাম্বারটা এতোদিন পর খোলা পেলাম
সংকোচ, অসংকোচে ফোন করেই ফেললাম...
মিস হয়ে যাওয়া কলটি বুঝি তোমার চোখ এড়িয়ে গেছে !
কলব্যাক করলে না যে !

মেইল যদি চেকই না করো
তবে আমায় মেইল এড্রেস দিয়েছিলে কেন বলতো ?!
তোমার মেইলে একটা লেখা পাঠিয়েছি ।
পাওনি বুঝি ?
অথবা মেইল অনেকদিন চেকই করো না !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ডিজিটাল আর এনালগের বেড়াজালে হারিয়ে গেছে অনেক ভালোবাসার অনুভুতি। ভালো লাগলো আপনার লেখাটি।
  • suman ২০/১০/২০১৩
    অনুরাগ মিশে থাকা একটি ...চমতকার ...
  • কি চমৎকারই না লিখেছেন আপনি! খুবই সুন্দর পার্থক্য তুলে এনেছেন কবিতা য়।পাঠক পড়ে নিশ্চয়ই আনন্দ পাবে।ধন্যবাদ চমৎকার কবিতা র জন্য।সেই সাথে শুভেচ্ছা এবং শুভকামনা আপনার জন্য।
    • আরজু নাসরিন পনি ২০/১০/২০১৩
      পাঠক পড়ে আনন্দ পেলেই আমার এই শেয়ার করা সার্থক মানবো ।
      পাঠে অনেক ধন্যবাদ জানাই সাখাওয়াৎ ।।
  • রোদের ছায়া ২০/১০/২০১৩
    হুম এনালগ আর ডিজিটাল যুগের পার্থক্য দেখান সুন্দর কবিতা । আগেও পড়েছি বোধ হয় , তবু ভালো লাগা রইলো।
    • আরজু নাসরিন পনি ২০/১০/২০১৩
      আমার কবিতা লিখা হয় না তেমন একটা...এটা হয়তো আর কোথাও পড়ে থাকবেন...একাধিক স্থানে শেয়ার করেছি ।

      আপনাকে দেখে ভালো লাগলো রোদের ছায়া ।
      ভালো থাকুন ।।
 
Quantcast