বিবেকের সামনে দাঁড়াও
বাইরে ঝুম বৃষ্টি !
দু'হাত ছড়িয়ে বৃষ্টি বিলাসের
আনন্দটাকে গলা টিপে ধরতে হলো ।
তোমার পুরুষতান্ত্রিক রক্ত চোখের কথা ভেবে !
তোমাদের কামাতুর তৃষ্ণা ভরা চোখের ভয়ে !
ওই যে মেরুন রংয়ের
সালোয়ার-কামিজ পরা মেয়েটা
তার শিশুটিকে বর্ষাতি পরিয়ে...
নিজে ভিজে ভিজে পথ চলছে !
আশপাশ থেকে
তোমাদের চোখগুলো যেন
ওর বৃষ্টিভেজা পোষাক
ভেদ করে
শরীরটাকেই দেখছে !
এই যাহ !
রন'র বোনটা !
এতো বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছে !?
একটু আগেই তো রনকে দেখলাম
বাচ্চাটার ছবি তোলার ছলে
সেই ভেজা শরীরের
মায়ের ফটোটাই তুলতে !
দু'হাত ছড়িয়ে বৃষ্টি বিলাসের
আনন্দটাকে গলা টিপে ধরতে হলো ।
তোমার পুরুষতান্ত্রিক রক্ত চোখের কথা ভেবে !
তোমাদের কামাতুর তৃষ্ণা ভরা চোখের ভয়ে !
ওই যে মেরুন রংয়ের
সালোয়ার-কামিজ পরা মেয়েটা
তার শিশুটিকে বর্ষাতি পরিয়ে...
নিজে ভিজে ভিজে পথ চলছে !
আশপাশ থেকে
তোমাদের চোখগুলো যেন
ওর বৃষ্টিভেজা পোষাক
ভেদ করে
শরীরটাকেই দেখছে !
এই যাহ !
রন'র বোনটা !
এতো বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছে !?
একটু আগেই তো রনকে দেখলাম
বাচ্চাটার ছবি তোলার ছলে
সেই ভেজা শরীরের
মায়ের ফটোটাই তুলতে !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৪/১২/২০১৪অপ্রিয় হলেও সত্য। সুন্দর লেখা আপনার। বরাবরের মতই অনেক ভালো.............
-
suman ১৯/১০/২০১৩এক কথায় অনবদ্য ...
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৯/১০/২০১৩খুবই চমৎকার আপনার দৃষ্টি ভঙ্গি।আমরা যে পুরুষ শাসিত সমাজে এখনো অনেক কিছু থেকে বঞ্চিত তা এই কবিতা য় খুবই স্পষ্ট।যে বৃষ্টি তে নারী ধুয়ে দিতে পারত নিজেকে সেই বৃষ্টি এই সমাজে ধুয়ে দিচ্ছে নারীর সম্ভ্রম।আমরা আজ কত নিচ নেমে গেছি।ধন্যবাদ আপনার কবিতা র জন্য।শুভেচ্ছা এবং শুভকামনা।একটা কথা শেষের স্তবক টা বুঝতে পারলাম না।