মৃত্যু
মৃত্যু ঃ
একাকী নির্জন আমি!থাকি একা একা
একা একা থেকে থেকে চিন্তায় বিহবল।।
অগ্র পশ্চাত ভাবিতে ভাবিতে হই উদাসিন জীবনের ধাপে ধাপে
কৈশোর,যৈাবন অথচ বার্ধ্যক্যৈর পরিণতি অবিচল।।
জীবনের প্রতিটি লগ্নে ঘ্রান পাই মৃত্যর স্বাদ
অষ্টপৃষ্ঠে টিকবে না- কো কোন বাধ।।
মৃত্যু ক্ষুধা পাইবে যে ,যেতে হবে বিবস্ত্র,সৃজন মোহমায়া ত্যাগে
নির্জন আমি,আত্না নির্জন,সঙ্গীহিন,সৃজন হীন ।।আমি।
বাস্তবতা এই কি? এই মৃত্যু -ই কি সত্য?
না হয় ছেড়ে যাব অপার মৃত্যুর সমুদ্রের নির্জন দ্বীপে
এ-তো চিন্তা নয়, নয় বিহবল,আহ্লাদিত
এ-তো পরম সত্য।।
অনির্বান, মৃত্যু অবিচল।।
অঞ্জন সি.এইস আচার্য্য
১৮/০১/২০১৭
একাকী নির্জন আমি!থাকি একা একা
একা একা থেকে থেকে চিন্তায় বিহবল।।
অগ্র পশ্চাত ভাবিতে ভাবিতে হই উদাসিন জীবনের ধাপে ধাপে
কৈশোর,যৈাবন অথচ বার্ধ্যক্যৈর পরিণতি অবিচল।।
জীবনের প্রতিটি লগ্নে ঘ্রান পাই মৃত্যর স্বাদ
অষ্টপৃষ্ঠে টিকবে না- কো কোন বাধ।।
মৃত্যু ক্ষুধা পাইবে যে ,যেতে হবে বিবস্ত্র,সৃজন মোহমায়া ত্যাগে
নির্জন আমি,আত্না নির্জন,সঙ্গীহিন,সৃজন হীন ।।আমি।
বাস্তবতা এই কি? এই মৃত্যু -ই কি সত্য?
না হয় ছেড়ে যাব অপার মৃত্যুর সমুদ্রের নির্জন দ্বীপে
এ-তো চিন্তা নয়, নয় বিহবল,আহ্লাদিত
এ-তো পরম সত্য।।
অনির্বান, মৃত্যু অবিচল।।
অঞ্জন সি.এইস আচার্য্য
১৮/০১/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৫/০১/২০১৭খুব ভালো। অনেক ধন্যবাদ।
-
মোহাম্মদ সফিউল হক ২৩/০১/২০১৭"জীবনের প্রতিটি লগ্নে ঘ্রান পাই মৃত্যর
স্বাদ" সুন্দরতম।