অভিমান
ঐ যে দুটি পাখি দেখছো ওরা পরষ্পর কে কত ভালবাসে।
আমি ওদের কে দেখি আর ভাবি ওরা সারাক্ষণ একসাথে
থাকে,ওদের মধ্যে কোন ঝগড়া বিবাদ নেই।ওরা একে অপর
কে ছাড়া থাকতে পারে না।।
কিন্তু আমাদের অবস্থা দেখো সারাক্ষণ আমার থেকে দুরে
থাকো, আর কথা বললেই ঝগড়া শুরূ হয়।। কেন বলতো,,,
তোমাকে অনেক ভালবাসি তার জন্য তোমার থেকে দূরে থাকি
কাছে গেলে ভাবতে পারো গায়ে পড়া ছেলে,,
আর ঝগড়া করি তার কারণ আমরা কথা বলার সময় যেন
আমাদের কথার মাঝে কেও ঢুকে না পড়ে,,,
তার জন্য তোমার সাথে ঝগড়া করি,,বুঝলা পাগল মেয়ে,,,
আমি ওদের কে দেখি আর ভাবি ওরা সারাক্ষণ একসাথে
থাকে,ওদের মধ্যে কোন ঝগড়া বিবাদ নেই।ওরা একে অপর
কে ছাড়া থাকতে পারে না।।
কিন্তু আমাদের অবস্থা দেখো সারাক্ষণ আমার থেকে দুরে
থাকো, আর কথা বললেই ঝগড়া শুরূ হয়।। কেন বলতো,,,
তোমাকে অনেক ভালবাসি তার জন্য তোমার থেকে দূরে থাকি
কাছে গেলে ভাবতে পারো গায়ে পড়া ছেলে,,
আর ঝগড়া করি তার কারণ আমরা কথা বলার সময় যেন
আমাদের কথার মাঝে কেও ঢুকে না পড়ে,,,
তার জন্য তোমার সাথে ঝগড়া করি,,বুঝলা পাগল মেয়ে,,,
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ০৭/০৮/২০১৭নাইস!!