জীবনের খেলা ঘর
টিক টিক ঘড়িটা তো
ঠিক ঠিক বয়ে যায়,
জীবনের খেলা ঘর
সেতো চোরাবালু চর
মরা গাঙে শুধু যেনো
খড় কুটো রয়ে যায়।
সূর্য টা ঢলে পড়ে
তীব্রতা চলে যায়,
দিন ক্ষন ব্যবধানে
আকাশের বুক চিরে
মেঘ এসে ঢেকে যায়
ভয়ে মন ক্ষয়ে যায়।
ফুল ফুটে ঝরে পড়ে
কুঁড়ি সেতো রয়ে যায়,
একদিন সে ও দেখি
ধুলো মাটি মেখে যায়
পৃথিবীর কাছে তার
কিছু ঋণ রেখে যায়।
দৃষ্টি টা কেড়ে নিয়ে
ভিনদেশে ডাকা হয়,
অলি গলি মেঠো পথ
একে বারে ফাঁকা হয়
ঘর বাড়ি ভিটেমাটি
ছেড়ে একা থাকা হয়।
তারিখ : ২৪/০৩/২০২০ ইং
ঠিক ঠিক বয়ে যায়,
জীবনের খেলা ঘর
সেতো চোরাবালু চর
মরা গাঙে শুধু যেনো
খড় কুটো রয়ে যায়।
সূর্য টা ঢলে পড়ে
তীব্রতা চলে যায়,
দিন ক্ষন ব্যবধানে
আকাশের বুক চিরে
মেঘ এসে ঢেকে যায়
ভয়ে মন ক্ষয়ে যায়।
ফুল ফুটে ঝরে পড়ে
কুঁড়ি সেতো রয়ে যায়,
একদিন সে ও দেখি
ধুলো মাটি মেখে যায়
পৃথিবীর কাছে তার
কিছু ঋণ রেখে যায়।
দৃষ্টি টা কেড়ে নিয়ে
ভিনদেশে ডাকা হয়,
অলি গলি মেঠো পথ
একে বারে ফাঁকা হয়
ঘর বাড়ি ভিটেমাটি
ছেড়ে একা থাকা হয়।
তারিখ : ২৪/০৩/২০২০ ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনিতা মুদি ২৭/০৭/২০২০খুব সুন্দর
-
আব্দুর রহমান আনসারী ২৭/০৭/২০২০শুভেচ্ছা