একচিলতে জল
একচিলতে জল / অনিরুদ্ধ আলম
আমার আছে ঝিলমিলে নীল
একচিলতে জল
সেই-না জলে একটা নদী
করে টলমল।
নদী! নদী! কোথায় ছোটো
কোথায় তোমার গাঁও?
তোমার গাঁয়ের খোঁজে আমি
ভাসাতে চাই নাও।
নাও নয় তো যেনতেন
ময়ূরপঙ্খি এ যে
ময়ূরপঙ্খি তেপান্তরে
ছুটবে তুমুল তেজে।
তেপান্তরের দৈত্যদানো
হোক-না ভয়ঙ্কর
দৈত্যদানো ডাইনী বুড়ির
পাই না মোটেও ডর।
ডাইনী বুড়ি থলেতে চাঁদ
পুরতে চেয়েছিল
তাই লুকোতে গিয়ে চাঁদটা
নদীতে ডুব দিল।
চাঁদ ভেসে যায় নদীর জলে
সে তো অনেকক্ষণ
আমার আছে একফালি জল
সাতরাজারই ধন।
আমার আছে ঝিলমিলে নীল
একচিলতে জল
সেই-না জলে একটা নদী
করে টলমল।
নদী! নদী! কোথায় ছোটো
কোথায় তোমার গাঁও?
তোমার গাঁয়ের খোঁজে আমি
ভাসাতে চাই নাও।
নাও নয় তো যেনতেন
ময়ূরপঙ্খি এ যে
ময়ূরপঙ্খি তেপান্তরে
ছুটবে তুমুল তেজে।
তেপান্তরের দৈত্যদানো
হোক-না ভয়ঙ্কর
দৈত্যদানো ডাইনী বুড়ির
পাই না মোটেও ডর।
ডাইনী বুড়ি থলেতে চাঁদ
পুরতে চেয়েছিল
তাই লুকোতে গিয়ে চাঁদটা
নদীতে ডুব দিল।
চাঁদ ভেসে যায় নদীর জলে
সে তো অনেকক্ষণ
আমার আছে একফালি জল
সাতরাজারই ধন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৯/০৩/২০১৮খুব ভাল
-
মো : আবুল হোসেন ১৯/০২/২০১৮চমৎকার কবি!
-
কামরুজ্জামান সাদ ১৯/০২/২০১৮ভাল ছন্দের নিরূপন।