মানুষের আশা
মানুষ বাঁচে আশায় আশায়
আশা ছাড়া কি মানুষ সুখ পায় ৷
সবাই চায় ভালো ভালো,
খারাপ হলে ; হয় সে কালো ৷
মানুষ যদি করে ও ভুল,
ফলের আশায় হয় সে ব্যাকুল ৷
আশার ফল বিফল হলে,
সব আশা যাবে জলে ৷
আশার ফল মিঠা হলে ,
সব দুঃখ যাবে চলে ৷
তাই বলি যদি করো আশা,
মিললে ও মিলতে পারে ভালো দিশা ৷
আশা ছাড়া কি মানুষ সুখ পায় ৷
সবাই চায় ভালো ভালো,
খারাপ হলে ; হয় সে কালো ৷
মানুষ যদি করে ও ভুল,
ফলের আশায় হয় সে ব্যাকুল ৷
আশার ফল বিফল হলে,
সব আশা যাবে জলে ৷
আশার ফল মিঠা হলে ,
সব দুঃখ যাবে চলে ৷
তাই বলি যদি করো আশা,
মিললে ও মিলতে পারে ভালো দিশা ৷
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
খায়রুল আহসান ২৩/১০/২০২১
-
বিধান চন্দ্র ধর ২৯/০৮/২০২১মনের ভাবনা ভালো
-
অভিজিৎ হালদার ২৮/০৮/২০২১সুন্দর মনের ভাবনা ফুটিয়ে তুলেছেন কবিতার মাধ্যমে
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৮/০৮/২০২১সুন্দর লেখা।
-
নিলাদ্র নাজিম ২৮/০৮/২০২১অনেক সুন্দর প্রিয় কবি
-
ফয়জুল মহী ২৭/০৮/২০২১খুব সুন্দর লিখেছেন l বেশ ভালো লাগলো
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/০৮/২০২১আশা মানুষের জীবন ভেলা।
'আশা' তার একমাত্র ভেলা"!