www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হয়েও হলো না

আমরা পেয়েছিলাম স্বাধীনতা,
দিনটা আজও রয়েছে গাঁথা ৷
দুঃখ কষ্ট সেদিন গেল চলে,
দেশটা স্বাধীন হয়েছিল বলে ৷
স্বাধীন হয়েও হলো না,
নারীর মর্যাদা কেউ দিলো না ৷
সত্যি কি আমরা হয়েছি স্বাধীন,
কেন পালন করা হয় ওই দিন!
কেন শহিদ হলো তারা!
হারালো তাদের তাজা প্রান,
একটুও দিতে পারিনি সন্মান৷
বিনয়,বাদল,দিনেশ,
নেতাজি, ক্ষুদিরাম,
কতই না রক্ত দিয়েছে
রাখতে ভারত মায়ের নাম ৷
মুখে নয় মন থেকে বলো
বন্দে মাতরম্ ,
তবে বুঝবে তেরঙ্গা
পতাকার কত দাম ৷


জয় হিন্দ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast