হয়েও হলো না
আমরা পেয়েছিলাম স্বাধীনতা,
দিনটা আজও রয়েছে গাঁথা ৷
দুঃখ কষ্ট সেদিন গেল চলে,
দেশটা স্বাধীন হয়েছিল বলে ৷
স্বাধীন হয়েও হলো না,
নারীর মর্যাদা কেউ দিলো না ৷
সত্যি কি আমরা হয়েছি স্বাধীন,
কেন পালন করা হয় ওই দিন!
কেন শহিদ হলো তারা!
হারালো তাদের তাজা প্রান,
একটুও দিতে পারিনি সন্মান৷
বিনয়,বাদল,দিনেশ,
নেতাজি, ক্ষুদিরাম,
কতই না রক্ত দিয়েছে
রাখতে ভারত মায়ের নাম ৷
মুখে নয় মন থেকে বলো
বন্দে মাতরম্ ,
তবে বুঝবে তেরঙ্গা
পতাকার কত দাম ৷
জয় হিন্দ
দিনটা আজও রয়েছে গাঁথা ৷
দুঃখ কষ্ট সেদিন গেল চলে,
দেশটা স্বাধীন হয়েছিল বলে ৷
স্বাধীন হয়েও হলো না,
নারীর মর্যাদা কেউ দিলো না ৷
সত্যি কি আমরা হয়েছি স্বাধীন,
কেন পালন করা হয় ওই দিন!
কেন শহিদ হলো তারা!
হারালো তাদের তাজা প্রান,
একটুও দিতে পারিনি সন্মান৷
বিনয়,বাদল,দিনেশ,
নেতাজি, ক্ষুদিরাম,
কতই না রক্ত দিয়েছে
রাখতে ভারত মায়ের নাম ৷
মুখে নয় মন থেকে বলো
বন্দে মাতরম্ ,
তবে বুঝবে তেরঙ্গা
পতাকার কত দাম ৷
জয় হিন্দ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নহাজা য়াজিনা ১৬/০৮/২০২১আপনার কবিতাটা ভালো লেগেছে। শুভকামনা রইলো।
-
কে. পাল ১৫/০৮/২০২১Sundor lekha
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৫/০৮/২০২১বেশ!
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৫/০৮/২০২১সবকিছু ঠিকঠাক গোছানো পৃথিবীর কোথাও নেই। আর তা হয়ত হবেও না কোনদিন।
-
তাবেরী ১৫/০৮/২০২১সুন্দর
-
অভিজিৎ হালদার ১৫/০৮/২০২১হৃদয়ের গোপন ঘরে থেকে সুন্দর ভাবনার অভিব্যক্তি ঘটিয়েছেন কবিতার মাধ্যমে।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/০৮/২০২১সুন্দর কাব্যিক ভঙ্গি।
-
ফয়জুল মহী ১৪/০৮/২০২১অতুলনীয়