রবি ঠাকুর
কবি এর শ্রেষ্ঠ রবি ঠাকুর,
লিখেছেন কত কবিতা, কত গান,
তিনি ছিলেন বাঙালীর গর্ব
ও বাঙালীর প্রান ৷
তাঁর লেখা কত উপন্যাস,
কতই না প্রবন্ধ ,
তাঁহার লেখা ছোটগল্প,
পায় গো ছড়ার ছন্দ ৷
তাঁহার সম্বন্ধে বিশ্লেষন
হয় কি কোনো ভাবে,
তাঁহার লেখা কল্পনা
বাস্তবে খুঁজে পাবে ৷
তাঁহার মরণ হয়েছে আজ
গেছে অনেক দুরে,
বাস্তবে তাঁর মৃত্যু হলেও
তিনি রয়েছে সকল
বাঙালীর হৃদয় জুড়ে ৷
লিখেছেন কত কবিতা, কত গান,
তিনি ছিলেন বাঙালীর গর্ব
ও বাঙালীর প্রান ৷
তাঁর লেখা কত উপন্যাস,
কতই না প্রবন্ধ ,
তাঁহার লেখা ছোটগল্প,
পায় গো ছড়ার ছন্দ ৷
তাঁহার সম্বন্ধে বিশ্লেষন
হয় কি কোনো ভাবে,
তাঁহার লেখা কল্পনা
বাস্তবে খুঁজে পাবে ৷
তাঁহার মরণ হয়েছে আজ
গেছে অনেক দুরে,
বাস্তবে তাঁর মৃত্যু হলেও
তিনি রয়েছে সকল
বাঙালীর হৃদয় জুড়ে ৷
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৯/০৮/২০২১অসাধারণ লেখনি।l
-
ডাঃঅলোক সরকার ০৮/০৮/২০২১সুন্দর কবি স্মরণ।
-
কে. পাল ০৮/০৮/২০২১Bess valo
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০৮/২০২১শ্রদ্ধা তাঁর প্রতি।
-
অভিজিৎ হালদার ০৮/০৮/২০২১আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসের শ্রদ্ধাঞ্জলী জানিয়ে আপনার লেখা কবিতাটি পড়লাম ভালো লাগলো । কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচারণ দেখতে পেলাম এই কবিতাটি তে। শুভেচ্ছা।