মানুষ ও ভাইরাস
রাজ্যে এখন লকডাউন
চলছে গাড়ি সব,
ঘুরছে মানুষ চারিদিকে
করছে কলরব ৷
দূরত্ব মাস্ক শিঁকেয়
তুলে দিয়েছে যে তারা,
আবার যখন আসবে
ভাইরাস ভুগবে তখন তারা ৷
মানুষ হল অবুঝ প্রানী
সব জেনেও করছে ভুল,
হাসপাতালে বেড না পেলে
পাবে না তারা কোনো কূল ৷
তাই বলি সময় আছে
হও তোমরা সাবধান,
তোমরা সাবধান হলে হবে
সব সমস্যার সমাধান ৷
চলছে গাড়ি সব,
ঘুরছে মানুষ চারিদিকে
করছে কলরব ৷
দূরত্ব মাস্ক শিঁকেয়
তুলে দিয়েছে যে তারা,
আবার যখন আসবে
ভাইরাস ভুগবে তখন তারা ৷
মানুষ হল অবুঝ প্রানী
সব জেনেও করছে ভুল,
হাসপাতালে বেড না পেলে
পাবে না তারা কোনো কূল ৷
তাই বলি সময় আছে
হও তোমরা সাবধান,
তোমরা সাবধান হলে হবে
সব সমস্যার সমাধান ৷
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ০৪/০৮/২০২১Sundor lekha
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ০৪/০৮/২০২১লকডাউন। হাঁপিয়ে উঠছি এখন।
-
আলমগীর সরকার লিটন ০৪/০৮/২০২১কঠিন সময় পার করছি
-
ফয়জুল মহী ০৪/০৮/২০২১অনন্য
সাহিত্যের শুভেচ্ছা রইলো।