বর্ষার দিনে খাবার
টাপুর টুপুর বৃষ্টি এলো
নদে এলো বান,
বৃষ্টির দিনে খিচুরি
সবাই খেতে চান ৷
খিচুড়ির সাথে বেগুন ভাজা,
পাঁপড় ভাজা, আলু কষা চায়,
দুপুরবেলা খাওয়ার সময়
সবাই মিলে তৃপ্তি করে খায় ৷
বর্ষার দিনে খিচুরি ছাড়া
কিছুই চায় না আর,
এমন স্বাদের নেই তুলনা
ভাগ দেবো না কাউকে আর ৷
বৃষ্টির সঙ্গে খিচুড়ির সম্পর্ক বেশ,
খিচুড়ির স্বাদের প্রশংসার নেই কোনো শেষ৷
নদে এলো বান,
বৃষ্টির দিনে খিচুরি
সবাই খেতে চান ৷
খিচুড়ির সাথে বেগুন ভাজা,
পাঁপড় ভাজা, আলু কষা চায়,
দুপুরবেলা খাওয়ার সময়
সবাই মিলে তৃপ্তি করে খায় ৷
বর্ষার দিনে খিচুরি ছাড়া
কিছুই চায় না আর,
এমন স্বাদের নেই তুলনা
ভাগ দেবো না কাউকে আর ৷
বৃষ্টির সঙ্গে খিচুড়ির সম্পর্ক বেশ,
খিচুড়ির স্বাদের প্রশংসার নেই কোনো শেষ৷
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ২০/০৮/২০২১Valo vabna
-
ফয়জুল মহী ৩০/০৭/২০২১Wow ♥️♥️
-
শ.ম. শহীদ ২৯/০৭/২০২১আহা...জল চলে আসে জিভে
-
মোঃ নাজাতুল হক চৌধুরী ২৯/০৭/২০২১vah