বারো মাস বর্ষা
আকাশে দেখি সূর্য্যিমামা
দিচ্ছে এখনো উঁকি,
হঠাৎ দেখি সূর্য্যিমামা
আকাশ থেকে দিলো ফাঁকি ৷
রোদ্দুর গিয়ে মেঘটা হলো
রিম্ ঝিম্ বৃষ্টি এলো,
বৃষ্টি এসে সব ভেজালো
গাছ গুলির প্রাণ ফেরালো ৷
টাপুর টুপুর বৃষ্টি পরে
হয়েছে নাকি নিম্নচাপ,
বাইরের সব কাজটি ফেলে
ধরলো সবাই চায়ের কাপ ৷
কিছু খেলে তাসের খেলা
কিছু খেলে পাশা,
বৃষ্টির জন্য করছে চিন্তা
কয়েক দল চাষা ৷
ভাবছে তারা কি হবে
তাদের ঐ সকল চাষ,
থামবে কবে আবহাওয়া
বর্ষা নাকি বারো মাস ৷
দিচ্ছে এখনো উঁকি,
হঠাৎ দেখি সূর্য্যিমামা
আকাশ থেকে দিলো ফাঁকি ৷
রোদ্দুর গিয়ে মেঘটা হলো
রিম্ ঝিম্ বৃষ্টি এলো,
বৃষ্টি এসে সব ভেজালো
গাছ গুলির প্রাণ ফেরালো ৷
টাপুর টুপুর বৃষ্টি পরে
হয়েছে নাকি নিম্নচাপ,
বাইরের সব কাজটি ফেলে
ধরলো সবাই চায়ের কাপ ৷
কিছু খেলে তাসের খেলা
কিছু খেলে পাশা,
বৃষ্টির জন্য করছে চিন্তা
কয়েক দল চাষা ৷
ভাবছে তারা কি হবে
তাদের ঐ সকল চাষ,
থামবে কবে আবহাওয়া
বর্ষা নাকি বারো মাস ৷
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ১৩/০৭/২০২১বেশ ভালো
-
আলমগীর সরকার লিটন ১৭/০৬/২০২১বেশ ছড়াময়
-
আমিনুল ইসলাম সৈকত ১৭/০৬/২০২১সুন্দর
-
মাহতাব বাঙ্গালী ১৭/০৬/২০২১বর্ষার সুন্দর কবিতা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৭/০৬/২০২১সুন্দর।
-
Md. Rayhan Kazi ১৭/০৬/২০২১বাহ্ চমৎকার লেখনী
-
ফয়জুল মহী ১৬/০৬/২০২১অসাধারণ লিখেছেন খুব সুন্দর I
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৬/০৬/২০২১চমৎকার।
-
সাঞ্জু ১৬/০৬/২০২১খুব সাবললীল ভাষা প্রকৃতির আর চলমান জীবন জীবিকা
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০৬/২০২১বেশ!