www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সংকট দেশ

বিশ্বে এখন কঠিন সময়
পাচ্ছে সাজা নানান দেশ ,
চিনের তৈরি মারণ ভাইরাস
সারা বিশ্ব করলো শেষ ৷

ভাবলো তারা সামলে নেবো
জানা আছে এর প্রতিকার,
সারা বিশ্ব করবে ভিক্ষা
ছিনিয়ে নেবো সব অধিকার ৷
তারা এখন সুস্থ সবল
জীবন যাপন করছে বেশ,
আমরা কবে মুক্তি পাবো
জিতবে কবে আমার দেশ ?

লড়ছে সকল স্বাস্থ্যকর্মী
লড়ছে সকল পুলিশ ভাই ,
ওদের নিয়ে লড়বো মোরা
খুব শিঘ্রই জিততে চায় ৷
দেশ জুড়ে হয়েছে কারফিউ
চলছে এখন লকডাউন,
সরকারি আইন মানুন সবাই
বাঁচতে হলে ঘরে থাকুন ৷

মানুষ হল অবুঝ প্রানী
জেনে বুঝে করছে ভুল,
মানুষের এই ভুলের জন্য
সারা বিশ্ব গুনবে মাশুল ৷
পেটের দায়ে ভুগছে দেখ
ওহে আমার মজুর ভাই,
জমানো নেই টাকা কড়ি
যেদিন আনে সেদিনই খায় ৷

ধন্য বলি সরকারকে
করছে তারা যথেষ্ট,
মানুষের জন্য খাটছে তারা
মানুষ হচ্ছে অতিষ্ঠ ৷
একটু তোমরা সহ্য করো
সরকারকে সাহায্য করো,
নিচ্ছে তারা পদক্ষেপ
তোমাদের করতে সেভ ৷
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সানাউল্লাহ ১৬/০৬/২০২১
    চমৎকার প্রশংসা।
  • মাহতাব বাঙ্গালী ১৫/০৬/২০২১
    written well; it's a tremendous time of world; we the savior of ourselves
  • আল্লাহ রক্ষা করুণ আমিন
  • ভালোই তো লিখেছেন, কবি।
 
Quantcast