www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জাতিভেদ

পৃথিবীতে একটি ধর্ম
মানুষ তার নাম ,
জাতিভেদে ভিন্ন হলে
থাকে কি মানুষের দাম !

ভেদা ভেদের মধ্যে আছে
হিন্দু - মুসলমান,
আরো নাকি জাতী আছে
তারা জৈন্য - খ্রিষ্টান !

কীসের এতো জাতের বিচার
কিছু ই বুঝি না,
এক ই নামে ডাকি সবাই
সে তো হল মা ৷

হিন্দু ডাকে ভগবান ,
আল্লাহ বলে মুসলমান ৷
জৈন্য বলে গুরু প্রধান,
প্রভু বলে তারাই খ্রিষ্টান ৷

ধর্ম শাস্ত্র ভিন্ন হলেও
বিষয় বস্তু একই,
মানি সবাই পরম পুরুষ
একথা মিথ্যা নাকি !

জাতিভেদ করে তোমরা
কোরো না সমাজ নষ্ট,
এসো সবাই মিলে
ঘোচাই ভারত মায়ের কষ্ট ৷
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast