www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মুখোশ

১. যে যতো বেশি ধার্মিক সে তত বেশি লোভী। স্বর্গ যাওয়া ফ্যাক্ট।
কেউ কেউ তো এতো বেশি লোভী, মানুষও হত্যা করে স্বর্গ লোভে।

২. ঈশ্বরকে ভয় না করে ভালোবাসুন। ঈশ্বরকে ভয় করলে উনি নিজেই প্রশ্নবিদ্ধ।
যদিও সবাই ভয়কেই পুঁজি করে।

৩. প্রেম,বিশ্বাস, সমাজ। তিনটে জিনিস, প্রথমটার জন্য দ্বিতীয়টা যতটা জরুরী, তৃতীয়টা ততোটাই ক্ষতিকারক।

৪. প্রতিটা প্রাণীই লোভী, প্রতিটি প্রাণীই স্বার্থপর।
আপনি অস্বীকার করছেন?
তথা, আপনি ভন্ড।

৫. প্রেমে পড়া পূর্ব প্রতিটি বালক ধার্মিক,সভ্যতা, চরিত্রগত দিক থেকে সর্বোৎকৃষ্ট থাকে।
প্রেম হয়ে গেলে কামুক হয়।

৬. দেওয়ানবাগী,রাম রহিম সিং তারা আগেও জন্মেছিলেন।
পার্থক্য শুধু, মনুষ্য সমাজ তখন ভার্চুয়ালে প্রবেশ করতে পারেনি।

৭. প্রতিটি মানুষই জীবনে একবার তীব্র বিরহ নেয়া উচিৎ। মনস্তাত্ত্বিক উন্নতি সাধিত হয়।
তর্কে যাবেন?!
আগে বিরহ নিয়ে নিন।

৮. পুরুষের কাছে নারী মানেই শিল্প। ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টির এক ঝলক।
তাইতো কবি,সাহিত্যিকরা রুপের বর্ণনায় কৃপণতা করেননি।
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ১০৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সায়েম মুর্শেদ ১৭/১০/২০১৭
    একমাত্র সত্য বলে কিছু নেই। স্থান, কাল ভেদে সবই পাল্টে যায়
  • বেশ!
  • আজাদ আলী ০৯/১০/২০১৭
    Ati Sundar r sathik katha bolechen
  • মধু মঙ্গল সিনহা ০৯/১০/২০১৭
    শুভেচ্ছা কবিবর।
 
Quantcast