অভিমানের শেষ স্তর
ইচ্ছে করে নিঃশব্দতার
চাদরে ঢাকা আঁধারে রঙের
আভা ছড়িয়ে দিই.
দেবো কিভাবে বলো আমি যে আঁধারের
অনন্ত যাত্রী ।
ইচ্ছে করে বকুল ফুলের মালায়
তোমার চুলের
খোপাটা ভরিতে তুলি,
কিভাবে দিবো বলো সেখানে আমার
ফুলগুলো আজ শুকনো খটখটে আর
পানির অভাবে মরে রয় ।
ইচ্ছে করে বর্ষার
বৃষ্টিতে তোমাকে নিয়ে অনেকটুকু
ভিজি,
কিন্তু একি তোমার পাশে ঐ
ছায়াটিতো আমার নয় ।
ইচ্ছে করে কাঁদতে. দূর আকাশের
তারার সাথে থাকতে,
তুমি কেমন বলো তো ?
হাতে হাত রাখা কি ভালোবাসা ?
নাকি বুষ্টিস্নাত দিনে কারোর
অপেক্ষায় বারান্দায় বসে থাকা ।
চাদরে ঢাকা আঁধারে রঙের
আভা ছড়িয়ে দিই.
দেবো কিভাবে বলো আমি যে আঁধারের
অনন্ত যাত্রী ।
ইচ্ছে করে বকুল ফুলের মালায়
তোমার চুলের
খোপাটা ভরিতে তুলি,
কিভাবে দিবো বলো সেখানে আমার
ফুলগুলো আজ শুকনো খটখটে আর
পানির অভাবে মরে রয় ।
ইচ্ছে করে বর্ষার
বৃষ্টিতে তোমাকে নিয়ে অনেকটুকু
ভিজি,
কিন্তু একি তোমার পাশে ঐ
ছায়াটিতো আমার নয় ।
ইচ্ছে করে কাঁদতে. দূর আকাশের
তারার সাথে থাকতে,
তুমি কেমন বলো তো ?
হাতে হাত রাখা কি ভালোবাসা ?
নাকি বুষ্টিস্নাত দিনে কারোর
অপেক্ষায় বারান্দায় বসে থাকা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফারুক আজিজ ২৬/০৭/২০১৪সুন্দরম
-
ফাহিম মাহমুদ ২৫/০৭/২০১৪ভালো লাগলো
-
কবি মোঃ ইকবাল ২১/০৭/২০১৪বাহ্! চমৎকার লিখনী।
-
মঞ্জুর হোসেন মৃদুল ২১/০৭/২০১৪অসাধারন ভাবনা।