কুন্তলা কোথায় তুমি
করবেটা কি তুমি?
বুঝতে পারছি অনেক দুরে থাকতে চাও,
তাই না ?
হয়তো মনসাগরের ওপারেতে !
হয়তো দিগন্ত বিস্তৃতির শেষ সীমানায় ,
হয়তো অপরিচিতের ভিড়ে মিশে থাকবে !
কিংবা শেষ বিকেলের রঙিন আভার
মাঝে হারিয়ে ফেলবে নিজেকে !
কি করবো আমি ?
জানি আমাদের দূরত্বের কথা তুলতে চাইবে !
কোন দুরত্ব নেইতো,
সে তো শুধু মরিচিকা !
আমি কাছে আসলেই মিলিয়ে যাবে !
অত দূরে নেই তো তুমি,
তোমাকে যে আমি আমার মনের লকারেই
রেখেছি !
চোখের কোনের কাজল পড়ো না কেন ?
হয়তো এটা আবেগের সুনামীতে ধুয়ে যাওয়ার
ভয়ে ,
বুঝতে পারি তুমি আবেগ তাড়িত,
অনুভুতির অন্যমাত্রার বাড়াবাড়ি !
এর একটাই করাণ, আমি যে তোমার
অগোচরেই তোমার মাঝে মিশে গেছি !
কত রাত্রির নির্ঘুম প্রহর,
কত সন্ধ্যার পবিত্র ধুপ,
কত শ্রাবণের একাকী দুপুর,
বর্ষার বৃষ্টির টাপুর-টুপুর,
কোথায় না তোমায় খুজে ফিরি ।
কুন্তলা কোথায় তুমি?
দেখতো একটু , মনের ক্যানভাসে যে একটু একটু
করে লাল রঙ ধরল
-দেখেছ কি ?
গোধূলির প্রথম আলোতে কেমন যেন
অনুভুতি শূণ্য লাগে তাই না !
জিনিসটা অনেক পবিত্র,
চির অক্ষয়, চির ধ্রুব ।
কোথায় সেটা এখন ?
হয়তো তুমিও তা জান,
তবুও বলতে চাওনা,
নির্ঘুম রাতগুলোর বিনিদ্র চোখ
দুটি যে তোমারই কথা বলছে !
বাতাসের মৃদু ছোয়ায় উড়তে থাকা তোমার
খোলা চুলগুলো হয়তো আমার
স্পর্শটুকু পাওয়ার আশায় তীর্থের কাঁকের
মতো চেয়ে আছে !
মুখে এক কোণের চিলতে হাসি কি তোমার
অনুভূতিটুকোর আঁকা ছবি ?!
সন্ধ্যার পুজোর ধূপে কারোর জন্য প্রার্থনার
অভ্যাসটুকু সেই কথা কি বলে না ?!
কি করবো আর আমি?
অনুভূতিগুলো যে আজ নিবর্ণ !
এখন শুধু প্রহর গোনা !
হয়তো বলবে হ্যাঁ কিংবা না,
জানি মিলন হবেই হবে !
তুমি আসবে !!
তখন আমি ঠিকই চিনে নেব
তোমার হৃদস্পন্দনটুকু !
রাতের আঁধার নামছে জানালায়,
ক্লান্ত চোখে অপূর্ণ মন নিয়ে একই স্বপ্ন
কেবলি বুনে চলছি !!
প্রতিক্ষার প্রহর গোনার শেষে তোমায়
দেখবো বলে,
হয়তো হ্যাঁ , হয়তোবা না !!!
বুঝতে পারছি অনেক দুরে থাকতে চাও,
তাই না ?
হয়তো মনসাগরের ওপারেতে !
হয়তো দিগন্ত বিস্তৃতির শেষ সীমানায় ,
হয়তো অপরিচিতের ভিড়ে মিশে থাকবে !
কিংবা শেষ বিকেলের রঙিন আভার
মাঝে হারিয়ে ফেলবে নিজেকে !
কি করবো আমি ?
জানি আমাদের দূরত্বের কথা তুলতে চাইবে !
কোন দুরত্ব নেইতো,
সে তো শুধু মরিচিকা !
আমি কাছে আসলেই মিলিয়ে যাবে !
অত দূরে নেই তো তুমি,
তোমাকে যে আমি আমার মনের লকারেই
রেখেছি !
চোখের কোনের কাজল পড়ো না কেন ?
হয়তো এটা আবেগের সুনামীতে ধুয়ে যাওয়ার
ভয়ে ,
বুঝতে পারি তুমি আবেগ তাড়িত,
অনুভুতির অন্যমাত্রার বাড়াবাড়ি !
এর একটাই করাণ, আমি যে তোমার
অগোচরেই তোমার মাঝে মিশে গেছি !
কত রাত্রির নির্ঘুম প্রহর,
কত সন্ধ্যার পবিত্র ধুপ,
কত শ্রাবণের একাকী দুপুর,
বর্ষার বৃষ্টির টাপুর-টুপুর,
কোথায় না তোমায় খুজে ফিরি ।
কুন্তলা কোথায় তুমি?
দেখতো একটু , মনের ক্যানভাসে যে একটু একটু
করে লাল রঙ ধরল
-দেখেছ কি ?
গোধূলির প্রথম আলোতে কেমন যেন
অনুভুতি শূণ্য লাগে তাই না !
জিনিসটা অনেক পবিত্র,
চির অক্ষয়, চির ধ্রুব ।
কোথায় সেটা এখন ?
হয়তো তুমিও তা জান,
তবুও বলতে চাওনা,
নির্ঘুম রাতগুলোর বিনিদ্র চোখ
দুটি যে তোমারই কথা বলছে !
বাতাসের মৃদু ছোয়ায় উড়তে থাকা তোমার
খোলা চুলগুলো হয়তো আমার
স্পর্শটুকু পাওয়ার আশায় তীর্থের কাঁকের
মতো চেয়ে আছে !
মুখে এক কোণের চিলতে হাসি কি তোমার
অনুভূতিটুকোর আঁকা ছবি ?!
সন্ধ্যার পুজোর ধূপে কারোর জন্য প্রার্থনার
অভ্যাসটুকু সেই কথা কি বলে না ?!
কি করবো আর আমি?
অনুভূতিগুলো যে আজ নিবর্ণ !
এখন শুধু প্রহর গোনা !
হয়তো বলবে হ্যাঁ কিংবা না,
জানি মিলন হবেই হবে !
তুমি আসবে !!
তখন আমি ঠিকই চিনে নেব
তোমার হৃদস্পন্দনটুকু !
রাতের আঁধার নামছে জানালায়,
ক্লান্ত চোখে অপূর্ণ মন নিয়ে একই স্বপ্ন
কেবলি বুনে চলছি !!
প্রতিক্ষার প্রহর গোনার শেষে তোমায়
দেখবো বলে,
হয়তো হ্যাঁ , হয়তোবা না !!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ২১/০৭/২০১৪অনবদ্য লিখনী। শুভ কামনা রইলো কবি। শুভরাত্রি।
-
আবু সাহেদ সরকার ২১/০৭/২০১৪একটি সুন্দরের প্রকাশ কবি বন্ধু।
-
সুরজিৎ সী ২১/০৭/২০১৪সুন্দর