অভিমান ও তুমি
মন আজ বেশি কাঁদে, তোমার
স্মৃতিগুলো বার বার দিতেছে হানা ;
আমাকে অস্থির করে বাড়িয়ে দেয় যত
মনোসমুদ্রের পানি—
অভিমানি আকাশের মত নির্ঘুম
চোখে কাঁটে দিন নীল
যন্ত্রণা বুকে চেপে,
হেঁটে বেড়াই একাকি আমি,
চারপাশটা হয়ে আছে যেন একটি ধূসর
পৃথিবী ।
অন্তহীন বিষণ্ণতার নীল-
সাগরে কূলহীন আমি আজ,
দিগন্ত হেসেছে আমার প্রিয়তমার
মত;
লজ্বিত
সূর্যটা লুকাইতে চাইছে আঁধারের
নিঃস্তব্দতার চাদরের ফাঁকে ।
অভিমানে ।
স্মৃতিগুলো বার বার দিতেছে হানা ;
আমাকে অস্থির করে বাড়িয়ে দেয় যত
মনোসমুদ্রের পানি—
অভিমানি আকাশের মত নির্ঘুম
চোখে কাঁটে দিন নীল
যন্ত্রণা বুকে চেপে,
হেঁটে বেড়াই একাকি আমি,
চারপাশটা হয়ে আছে যেন একটি ধূসর
পৃথিবী ।
অন্তহীন বিষণ্ণতার নীল-
সাগরে কূলহীন আমি আজ,
দিগন্ত হেসেছে আমার প্রিয়তমার
মত;
লজ্বিত
সূর্যটা লুকাইতে চাইছে আঁধারের
নিঃস্তব্দতার চাদরের ফাঁকে ।
অভিমানে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ২০/০৭/২০১৪দারুন লিখেছেন কবি। শুভরাত্রি।
-
সাইদুর রহমান ২০/০৭/২০১৪দারুণ লাগলো।
শুভেচ্ছা। -
আবু সাহেদ সরকার ২০/০৭/২০১৪স্বাগতম আসরে। সুন্দর লাগলো কবিতা বন্ধু। আমার পাতায় আমন্ত্রণ।