সুখ
সেথা সুখ নেই,
যেথা তুমি করো খোঁজ।
সুখের প্রলেপে ঢাকা
দুঃখই পাও রোজ।
শত নতুন কৌশলে
সুখের উপকরণ করছো জমা;
ঘাস হতে ঘুষ
কিছুই পায়নি ক্ষমা।
অহংকার, প্রাচুর্য, প্রতাপ,
দেশ হতে বিদেশ,
নারী, বাড়ি, গাড়ি,
সবখানে খোঁজা শেষ।
কোথাও সুখ নেই,
সবই সময়ের ফাঁকি।
সুখের স্রষ্টা যিনি,
শুধু সেখানেই খোঁজা বাকি।
আত্মসমর্পণে পাবে সুখ;
জাহান্নামেও সুখ মিলে।
সবই চির অমলিন সুখ,
স্রষ্টা সুখ দিলে।
যেথা তুমি করো খোঁজ।
সুখের প্রলেপে ঢাকা
দুঃখই পাও রোজ।
শত নতুন কৌশলে
সুখের উপকরণ করছো জমা;
ঘাস হতে ঘুষ
কিছুই পায়নি ক্ষমা।
অহংকার, প্রাচুর্য, প্রতাপ,
দেশ হতে বিদেশ,
নারী, বাড়ি, গাড়ি,
সবখানে খোঁজা শেষ।
কোথাও সুখ নেই,
সবই সময়ের ফাঁকি।
সুখের স্রষ্টা যিনি,
শুধু সেখানেই খোঁজা বাকি।
আত্মসমর্পণে পাবে সুখ;
জাহান্নামেও সুখ মিলে।
সবই চির অমলিন সুখ,
স্রষ্টা সুখ দিলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৮/০৪/২০২৪বেশ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৯/০২/২০২৪সুন্দর অনুভূতির প্রকাশ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৭/০২/২০২৪সুন্দর হয়েছে।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৭/০২/২০২৪নাইস
-
ফয়জুল মহী ০৬/০২/২০২৪বাহ অসাধারন