নিযুত আলোকবর্ষ
তারারা দলে দলে ছুটে আসে গান গেয়ে,
মরুর বুখে ঝাঁপিয়ে পড়তে শঙ্কা আসে ধেয়ে।
যে মরু মরতো শোকে
বৃষ্টি না পাওয়ার দুঃখে।
সে মরু আজ অভয়ারণ্য
তারাদের যাত্রা রুখে।
দেখো তোমরা আজ মরুর বুকে
পিপাসা মেটায় কত প্রাণ।
দেখো আজ মরুর বুকেও
পাওয়া যায় জীবনের ঘ্রাণ।
দেখো আজও মুছে যায়নি
বালির বুকে প্রেয়সীর পায়ের ছাপ।
দেখো লৌহ মানবের খালি হাত,
তলোয়ার বের হতে দেয়নি খাপ।
দেখো ভালবেসে হয়েছে তারার জলাধার মরু,
পাথরে প্রাণ ফিরে পেয়েছে লজ্জ্বাবতী তরু।
তবে আমি ভালবাসলেই কেন তুমি আদিখ্যেতা বলো?
আমরাও হই তারার জলাধার চলো।
চলো আমরাও ডুবে যাই
একে অন্যের ঘ্রাণে।
চলো বিচ্ছিন্ন হই সকল জগৎ হতে
তালা দিয়ে কানে।
চলো হারাই একে অন্যের মায়াবী স্পর্শে,
বুকে লুকাই মুখ নিযুত আলোকবর্ষে।
মরুর বুখে ঝাঁপিয়ে পড়তে শঙ্কা আসে ধেয়ে।
যে মরু মরতো শোকে
বৃষ্টি না পাওয়ার দুঃখে।
সে মরু আজ অভয়ারণ্য
তারাদের যাত্রা রুখে।
দেখো তোমরা আজ মরুর বুকে
পিপাসা মেটায় কত প্রাণ।
দেখো আজ মরুর বুকেও
পাওয়া যায় জীবনের ঘ্রাণ।
দেখো আজও মুছে যায়নি
বালির বুকে প্রেয়সীর পায়ের ছাপ।
দেখো লৌহ মানবের খালি হাত,
তলোয়ার বের হতে দেয়নি খাপ।
দেখো ভালবেসে হয়েছে তারার জলাধার মরু,
পাথরে প্রাণ ফিরে পেয়েছে লজ্জ্বাবতী তরু।
তবে আমি ভালবাসলেই কেন তুমি আদিখ্যেতা বলো?
আমরাও হই তারার জলাধার চলো।
চলো আমরাও ডুবে যাই
একে অন্যের ঘ্রাণে।
চলো বিচ্ছিন্ন হই সকল জগৎ হতে
তালা দিয়ে কানে।
চলো হারাই একে অন্যের মায়াবী স্পর্শে,
বুকে লুকাই মুখ নিযুত আলোকবর্ষে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ২৩/০৫/২০২২বেশ ভাবনাময়
-
অভিজিৎ হালদার ২২/০৫/২০২২খুব সুন্দর কবিতা ।
খুব সুন্দর বলেছেন কবিতার লাইন এ -
শঙ্খজিৎ ভট্টাচার্য ২১/০৫/২০২২অনবদ্য।
-
ফয়জুল মহী ২১/০৫/২০২২অনুপম
মুগ্ধতা রেখে গেলাম, -
সাইয়িদ রফিকুল হক ২০/০৫/২০২২ভাল।
-
আব্দুর রহমান আনসারী ২০/০৫/২০২২অতুলনীয়