অবাধ্য ইচ্ছে
ইচ্ছে করে সহস্র ফুলে
সাজাই তোমার খোঁপার চুল।
ইচ্ছে করে আকাশ দেখার
সঙ্গী হোক তোমার কোল।
ইচ্ছে করে সন্ধ্যা হলেই
তোমার বুকে লুকাই মুখ।
ইচ্ছে করে দুঃখগুলো
তোমার তরে বানাই সুখ।
ইচ্ছে করে তারার বুকে
এঁকে দিতে তোমার মুখ।
আকাশ দেখার প্রতিক্ষণে
তবেই আমি পেতাম সুখ।
ইচ্ছে করে দাঁত বসিয়ে
চিত্র আঁকি তোমার ঘাড়ে।
ব্যথা হয়ে লুকিয়ে থাকি
তোমার কঠিন পাঁজর হাড়ে।
ইচ্ছে করে ডুবে থাকি
তোমার গালের ছোট্ট তিলে।
আকাশ যেমন ডুবে আছে
নক্ষত্র আর অসীম নীলে।
ইচ্ছে করে সব মরে যাক,
পৃথিবী হোক বিরানভূমি।
চারদিকেতে শূন্য সবই,
পূর্ণ কেবল আমি তুমি।
সাজাই তোমার খোঁপার চুল।
ইচ্ছে করে আকাশ দেখার
সঙ্গী হোক তোমার কোল।
ইচ্ছে করে সন্ধ্যা হলেই
তোমার বুকে লুকাই মুখ।
ইচ্ছে করে দুঃখগুলো
তোমার তরে বানাই সুখ।
ইচ্ছে করে তারার বুকে
এঁকে দিতে তোমার মুখ।
আকাশ দেখার প্রতিক্ষণে
তবেই আমি পেতাম সুখ।
ইচ্ছে করে দাঁত বসিয়ে
চিত্র আঁকি তোমার ঘাড়ে।
ব্যথা হয়ে লুকিয়ে থাকি
তোমার কঠিন পাঁজর হাড়ে।
ইচ্ছে করে ডুবে থাকি
তোমার গালের ছোট্ট তিলে।
আকাশ যেমন ডুবে আছে
নক্ষত্র আর অসীম নীলে।
ইচ্ছে করে সব মরে যাক,
পৃথিবী হোক বিরানভূমি।
চারদিকেতে শূন্য সবই,
পূর্ণ কেবল আমি তুমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আশরাফুল হক মহিন ১১/১১/২০২১অসাধারণ হয়েছে
-
সাইয়িদ রফিকুল হক ১১/১১/২০২১খুব আবেগময়!
-
ফয়জুল মহী ১১/১১/২০২১নিপুণ ভাবনার উপস্থাপন , ভালো লাগলো।