www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মরীচিকা বিভ্রমে

কাকের কণ্ঠে শুনে কোকিলের গান
ভেঙে গেছে মরীচিকার অভিমান ।
মরীচিকা কেন সইবে অপমান !
প্রতিশোধে তাই প্রতিভার জয়গান ।

এক সন্ধ্যায় কাকের ঘরে
পিপাসার্ত মরীচিকার পা পড়ে ।
অবাক চোখে মরীচিকা দেখে,
কিসের কাক; কোকিল বাবুইয়ের মেলা ।
ঈগল ছানার মাথায় বসে
চলছে বাবুই ছানার খেলা ।

পিপাসার্ত মরীচিকা আরো পিপাসিত হয়ে
গৃহ ত্যাগ করে অসীম দুঃখ লয়ে ।
হতবাক মরীচিকা তাকায় নিজের দিকে ।
দেখে, অধ্যাসে আজ সে নিজেই ফিকে ।
আত্মঅহমিকায় পুড়ে মরীচিকা হয় ক্ষয় ।
সময় কি কখনো কারো অপেক্ষায় রয় ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast