গোপন
করো না প্রকাশ মনের গোপন;
হোক সে তোমার যতই আপন ।
তোমার অসহায়ত্বে আঘাত দিবে;
সুযোগ পেলেই মজা নিবে ।
মনের গোপন থাকলে মনে,
কষ্ট কিছু হয় ।
তবু সে যন্ত্রণা
উপহাসের মত তীব্র নয় ।
মনের কথা মনেই থাক;
আলগা পিরিতি নিপাত যাক ।
হোক সে তোমার যতই আপন ।
তোমার অসহায়ত্বে আঘাত দিবে;
সুযোগ পেলেই মজা নিবে ।
মনের গোপন থাকলে মনে,
কষ্ট কিছু হয় ।
তবু সে যন্ত্রণা
উপহাসের মত তীব্র নয় ।
মনের কথা মনেই থাক;
আলগা পিরিতি নিপাত যাক ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ১০/১১/২০২১বেশ ।
-
মাহতাব বাঙ্গালী ২২/০৯/২০২১ভাসমান কোনো কিছুই ভালো নয়
-
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম ২২/০৯/২০২১ভালো লিখেছেন
-
ফয়জুল মহী ২১/০৯/২০২১চমৎকার লেখা
খুব ভালো লাগলো -
সাইয়িদ রফিকুল হক ২১/০৯/২০২১ভাল।
-
সুব্রত ভৌমিক ২১/০৯/২০২১সহমত আপনার সাথে কবি
****************
নিজের দুর্বলতা
গোপনই থাক্,
প্রকাশ করলেই
আঘাত নির্ঘাত। -
আলমগীর সরকার লিটন ২১/০৯/২০২১বেশ ভাবনাময়