www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অপরিচিতা

অপরিচিতা আর কতকাল
থাকবে পর্দার আড়ালে ?
ফিরে পাবেনা এই দুর্লভ সময়
একবার হারালে !
অপরিচিতা তোমার স্মরণে,
আমি হাসি হৃদয়ে রক্ত ক্ষরণে ।
সে হাসিতে নেই সুখ,
আছে শুধুই দুঃখ ।
হাসলে সবাই ভাবে,
সে মানুষটা সুখী ।
শুধু অপরিচিতাই জানে,
সে কতটা দুঃখী ।
কেউ বুঝেনা সে ব্যথা,
হোক সে যতই আপন ।
সে ব্যথা বুঝে শুধু
তোমার মতই অপরিচিত জন ।
জানিনা কোথায় তুমি,
আছো কত আলোকবর্ষ দূরে ।
তবু তোমার স্মৃতি
আমায় খায় কুরে কুরে ।
কখনো আসো তুমি,
হয়ে অসমাপ্ত স্বপন ।
কখনো আবার কুয়াশার চাদর হয়ে,
করো আলিঙ্গন ।
কখনো শিশির হয়ে,
ধুইয়ে দাও পা ।
কখনো শীতের সকালে
রোদ্দুর খাঁখাঁ ।
কখনো হয়ে যাও সপ্নজগতে
কথা বলার সঙ্গী ।
কখনো দেখাও তুমি
হাস্যকর সব অঙ্গিভঙ্গি ।
কখনো হয়ে যাও
খুব তিক্ত অনুভূতি ।
প্রচণ্ড পিপাসায় যেমন
ফেটে যায় ছাতি ।
কখনো করো তুমি
নতুন সূর সৃষ্টি ।
কখনো হয়ে যাও
চিল শকুনের তীক্ষ্ণ দৃষ্টি ।
তোমার শত রূপ দেখে,
হয়েছি আমি দিশেহারা ।
যেদিকে তাকাই, দেখি
নেই পথ তুমি ছাড়া ।
করতে চাইনা আর
ঋণের বোঝা ভারি ।
প্রকাশ্যে যদি ধরতে না পারো হাত,
তবে দাও ছাড়ি ।
অপরিচিতা তুমি পরিচয় দিতে
চাও বা না চাও ।
আমি মুক্তি চাই,
আমায় মুক্তি দাও ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৯/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast