ইচ্ছে করে
ইচ্ছে করে তোমার জন্য,
এক মহাকাব্য লিখি ।
ইচ্ছে করে জীবন ভর,
অপলক তোমায় চেয়ে দেখি ।
ইচ্ছে করে জাদুর রথে চড়ি,
বিশ্ব ভ্রমণ করি ।
তোমার হাতে নাটাই সুতো,
আমি উড়াব ঘুড়ি ।
ইচ্ছে করে রিকসার হুড তুলি,
বসি গল্পের ঝাঁপি খুলি ।
দক্ষিণা হাওয়ায় গাছের ডালে,
তোমার পাশে বসি দোলনা দুলি ।
ইচ্ছে করে তোমার চোখে চোখ রেখে,
দেখি পূর্ণিমার চাঁদ ।
তোমার হাতে হাত রেখে,
উপলব্ধি করি জীবনের স্বাদ ।
ইচ্ছে করে তোমায় কাঁধে করে,
হিমালয় করি জয় ।
ইচ্ছে করে ওঝা হয়ে,
তাড়াই তোমার ভূতের ভয় ।
ইচ্ছে করে তোমার টোল পড়া গালে,
আলতো ছুঁয়ে দিই ।
অতিশয় ভালবেসে তোমায়,
আপন করে নিই ।
এক মহাকাব্য লিখি ।
ইচ্ছে করে জীবন ভর,
অপলক তোমায় চেয়ে দেখি ।
ইচ্ছে করে জাদুর রথে চড়ি,
বিশ্ব ভ্রমণ করি ।
তোমার হাতে নাটাই সুতো,
আমি উড়াব ঘুড়ি ।
ইচ্ছে করে রিকসার হুড তুলি,
বসি গল্পের ঝাঁপি খুলি ।
দক্ষিণা হাওয়ায় গাছের ডালে,
তোমার পাশে বসি দোলনা দুলি ।
ইচ্ছে করে তোমার চোখে চোখ রেখে,
দেখি পূর্ণিমার চাঁদ ।
তোমার হাতে হাত রেখে,
উপলব্ধি করি জীবনের স্বাদ ।
ইচ্ছে করে তোমায় কাঁধে করে,
হিমালয় করি জয় ।
ইচ্ছে করে ওঝা হয়ে,
তাড়াই তোমার ভূতের ভয় ।
ইচ্ছে করে তোমার টোল পড়া গালে,
আলতো ছুঁয়ে দিই ।
অতিশয় ভালবেসে তোমায়,
আপন করে নিই ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ২৩/১০/২০১৯সুন্দর!
-
স্বপন গায়েন ২১/১০/২০১৯সু ন্দ র
-
মল্লিকা রায় ২১/০৬/২০১৯খুব সুন্দর কাব্য । ভালো লাগল।
-
সাইয়িদ রফিকুল হক ২০/০৬/২০১৯ভালো।
-
তাবেরী ২০/০৬/২০১৯অসাধারণ।
-
আশা মনি ১৯/০৬/২০১৯nice poam!
-
নাসরীন আক্তার রুবি ১৮/০৬/২০১৯দারুন