চশমাওয়ালী
চশমাওয়ালী চশমাওয়ালী
কোথায় তোমার বাড়ী ?
রাস্তা পারাপারের আগে তুমি
দেখে নিও গাড়ি ।
নতুন চশমা পরলে লাগে
সবই উচু-নিচু ।
রিকশা ভেবে ছুটনা যেনো
বাসের পিছু পিছু ।
সঠিক সময় জানতে হলে
ঘড়ির কাটা পিছিয়ে দিও,
নয়তো ঘড়ি দেখার আগে
চশমা খুলে নিও ।
কোথায় তোমার বাড়ী ?
রাস্তা পারাপারের আগে তুমি
দেখে নিও গাড়ি ।
নতুন চশমা পরলে লাগে
সবই উচু-নিচু ।
রিকশা ভেবে ছুটনা যেনো
বাসের পিছু পিছু ।
সঠিক সময় জানতে হলে
ঘড়ির কাটা পিছিয়ে দিও,
নয়তো ঘড়ি দেখার আগে
চশমা খুলে নিও ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ০৬/০১/২০১৯অনেক!
-
নাসরীন আক্তার রুবি ০৫/০১/২০১৯চমৎকার
-
রাকিব ইমতিয়াজ. ০৪/০১/২০১৯অসাধারণ