www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার হাসি

তুমি হাসলে, হাসে চাঁদ
ভেঙ্গে যায় খুশির বাধ ।
হাসির ধ্বনিতে হয়ে মুগ্ধ,
থেমে যায় হায়েনার যুদ্ধ ।
গান গায় রাত জাগা পাখি,
আপন লয়ে কিচির-মিচির ডাকি ।
পথিক থামায় পথ চলা,
শুনতে এ কার হাসির গলা ।
তোমার বাকা ঠোঁটের হাসি,
বারবার দেখতে ছুটে আসি ।
তোমার হাসি, ‘সে এক মহা বিস্ময়’
বারবার হই মুগ্ধ, তন্ময় ।
একটু হাসো, পাশে বসো
ছিল ছোট্র চাওয়া ।
আজও হয়নি পূর্ণ,
আজও হয়নি পাওয়া ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/১২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast