www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফুচকা

কোথায় তুমি ফুচকাওয়ালা,
কোথায় ফুচকার ঝুড়ি ?
তোমার জন্য প্রহর গুনে 
ফুচকা লোভী মিম বুড়ি ।
ফুচকা খেতে জিহ্বায় তার
সদাই জল ঝরে ।
মাথা ব্যাথাও নাকি পালায় তার
ফুচকা খেলে পরে ।
ফুচকাওয়ালা ফুচকাওয়ালা
কোথায় তুমি ভাই ।
হন্যে হয়ে তোমায় খুজে
তোমার দেখা নাই ।
তোমায় খুজেন মিমের বাবা,
আরও খুজেন কাজী ।
বিয়ে দিতে তোমার সাথে,
ফুচকা লোভী এই পাজি ।
ফুচকার বিল দিতে দিতে
তাহার পকেট শুন্য ।
তাই তিনি করতে চাইছেন
বিয়ে দিয়ে তার পূন্য ।
ফুচকার বিল ঘরেই রবে
হবেনা তোমার ক্ষতি ।
ফুচকা লোভী হলেও সে
লক্ষী মেয়ে অতি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১০/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast