অনুপ্রেরণা
আমি গাইতে জানিনা,
তবু গাইতে চাই,
তুমি বলেছ তাই ।
আমি নই শিল্পী, নই কবি
তবু লিখতে চাই,
তুমি বলেছ তাই ।
তোমার কণ্ঠ,
সে শুধু কণ্ঠ নয় ।
নিসৃত তার প্রতিটা শব্দই,
অনুপ্রেরণাময় ।
তবু গাইতে চাই,
তুমি বলেছ তাই ।
আমি নই শিল্পী, নই কবি
তবু লিখতে চাই,
তুমি বলেছ তাই ।
তোমার কণ্ঠ,
সে শুধু কণ্ঠ নয় ।
নিসৃত তার প্রতিটা শব্দই,
অনুপ্রেরণাময় ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মীর মুহাম্মাদ আলী ০২/০৪/২০১৮চমৎকার কবিতা।
-
নৃ মাসুদ রানা ০১/০৪/২০১৮ভাল
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০১/০৪/২০১৮ভাল হয়েছে।