তুমি চাইলে
তুমি চাইলে এনে দিতে পারি চাঁদ,
মেটাতে পারি সকল বিবাদ ।
তুমি চাইলে দেব সমুদ্র পাড়ি,
যদি টান হাত ধরি ।
এনে দেব সূর্যের আলো,
যদি লাগে তোমার ভাল ।
এনে দেব আকাশের তারা,
যদি তুমি কর ইশারা ।
কিন্তু দেবনা এমন কিছু,
যেন সমালোচনা নেয় পিছু ।
মেটাতে পারি সকল বিবাদ ।
তুমি চাইলে দেব সমুদ্র পাড়ি,
যদি টান হাত ধরি ।
এনে দেব সূর্যের আলো,
যদি লাগে তোমার ভাল ।
এনে দেব আকাশের তারা,
যদি তুমি কর ইশারা ।
কিন্তু দেবনা এমন কিছু,
যেন সমালোচনা নেয় পিছু ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাইদ লিপু ২৪/০৩/২০১৮একটা চাঁদ যদি কেউ দিত।
-
Hasan jamil ২১/০৩/২০১৮ভাল লেগেছে
-
mim ১৫/০৩/২০১৮very nice
-
সাঁঝের তারা ১৪/০৩/২০১৮অতুলনীয়
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৩/২০১৮ভালো।