স্বপ্ন
আমার স্বপ্নে নেইকো নারী,
অট্রালিকা কিংবা বাড়ি ।
স্বপ্ন আমার মানুষ হবার,
গরিব দুঃখীর পাশে দাড়াবার ।
স্বপ্ন নীরে তুমি এলে,
মনের দরজায় কড়া দিলে ।
দরজা আমি খুলিনি কভু,
দাড়িয়েছিলে অনেক তবু ।
বললে তুমি, বাসবো ভাল,
জীবন তোমার করবো আলো ।
আমি জানি, আলোর গতি,
পার হয়ে যায় সহজে অতি ।
প্রেমের বীজ করলে বপন,
স্বপ্ন হবে শুধুই স্বপন ।
প্রেম থেকে থাকবো দূ্রে,
থাকবো আমি স্বপ্ন নীরে ।
অট্রালিকা কিংবা বাড়ি ।
স্বপ্ন আমার মানুষ হবার,
গরিব দুঃখীর পাশে দাড়াবার ।
স্বপ্ন নীরে তুমি এলে,
মনের দরজায় কড়া দিলে ।
দরজা আমি খুলিনি কভু,
দাড়িয়েছিলে অনেক তবু ।
বললে তুমি, বাসবো ভাল,
জীবন তোমার করবো আলো ।
আমি জানি, আলোর গতি,
পার হয়ে যায় সহজে অতি ।
প্রেমের বীজ করলে বপন,
স্বপ্ন হবে শুধুই স্বপন ।
প্রেম থেকে থাকবো দূ্রে,
থাকবো আমি স্বপ্ন নীরে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
shawly ২১/০৩/২০১৮
-
মল্লিকা রায় ১৩/০৩/২০১৮চমৎকার ভাবনা ,মুগ্ধতা রাশি রাশি । ভালো থাকো ।
-
faria ১৩/০৩/২০১৮কতদিন?
-
কামরুজ্জামান সাদ ১৩/০৩/২০১৮স্বপ্ন যেন পূর্ণ হয়।
তাহলে নিলীমা, আফরিন ওদের কি হবে