অপেক্ষা
কতদিন আছি অপেক্ষায় !
দেখব তোমার মুখ ।
খুজেঁ নেব তোমার মাঝে,
একটুখানি সুখ ।
তোমার কোলে মাথা রেখে,
গাইব আমি গান ।
তোমার মুখের স্নিগ্ধ হাসি,
জুড়াবে আমার প্রাণ ।
দূর আকাশে ঐ
সন্ধ্যা তারার মেলা,
তোমায় দেখে দেখে
যায় ফুরিয়ে বেলা ।
দেখব তোমার মুখ ।
খুজেঁ নেব তোমার মাঝে,
একটুখানি সুখ ।
তোমার কোলে মাথা রেখে,
গাইব আমি গান ।
তোমার মুখের স্নিগ্ধ হাসি,
জুড়াবে আমার প্রাণ ।
দূর আকাশে ঐ
সন্ধ্যা তারার মেলা,
তোমায় দেখে দেখে
যায় ফুরিয়ে বেলা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
shawly ১৩/০৩/২০১৮হৃদয় ছোয়া কবিতা
-
faria hasan ১৩/০৩/২০১৮আমিও অপেহ্মায়
-
মোঃ শাহারুখ হোসেন ০৪/০৩/২০১৮খুব সুন্দর
-
কামরুজ্জামান সাদ ০৩/০৩/২০১৮ভাল লিখেছেন।নিঃসন্দেহে আরও ভাল লেখাই উপহার দিবেন।