আনাস খান
আনাস খান-এর ব্লগ
-
কখনো রক্তের বুদবুদে
শব্দেরা মেলে ডানা,
ক্ষুধা-তৃষ্ণার পাঠশালায়
সব অজানা হয়ে যায় জানা। [বিস্তারিত] -
সেথা সুখ নেই,
যেথা তুমি করো খোঁজ।
সুখের প্রলেপে ঢাকা
দুঃখই পাও রোজ। [বিস্তারিত] -
তারারা দলে দলে ছুটে আসে গান গেয়ে,
মরুর বুখে ঝাঁপিয়ে পড়তে শঙ্কা আসে ধেয়ে।
যে মরু মরতো শোকে
বৃষ্টি না পাওয়ার দুঃখে। [বিস্তারিত] -
আমার গল্পে কোন বর্ণ নেই তুমি ছাড়া।
আমি অল্পে খুশি পূর্ণ হয়ে তুমি দ্বারা।
আমার আকাশের একমাত্র চাঁদ তুমি ছিলে।
আমি এঁটে ছিলাম কাঠ হয়ে তোমার দরজার খিলে। [বিস্তারিত] -
ইচ্ছে করে সহস্র ফুলে
সাজাই তোমার খোঁপার চুল।
ইচ্ছে করে আকাশ দেখার
সঙ্গী হোক তোমার কোল। [বিস্তারিত] -
বুকে মিশিয়ে বুক ডুবে একে অন্যের খেয়ালে,
শুয়ে খোলা আকাশের নিচে আঁকে প্রেয়সীর ছবি মনের দেয়ালে।
আহ! কত সুখ করে থৈ থৈ।
এত সুখ ছলনার স্বর্ণমহলে কই? [বিস্তারিত] -
এক পড়ন্ত বিকেলে মধ্য সাগরে দাঁড়িয়ে
সাগরকে বললাম, " আমি যেতে চাই হারিয়ে। "
নাহ, সাগর নিল না, নিল না আমায় দুহাত বাড়িয়ে।
অতঃপর সন্ধ্যায় নদীকে বললাম, [বিস্তারিত] -
কাকের কণ্ঠে শুনে কোকিলের গান
ভেঙে গেছে মরীচিকার অভিমান ।
মরীচিকা কেন সইবে অপমান !
প্রতিশোধে তাই প্রতিভার জয়গান । [বিস্তারিত] -
করো না প্রকাশ মনের গোপন;
হোক সে তোমার যতই আপন ।
তোমার অসহায়ত্বে আঘাত দিবে;
সুযোগ পেলেই মজা নিবে । [বিস্তারিত] -
আমায় বুঝতে চাও ?
তবে নিজেকে হারাও ।
হারাও নিজেকে সৃষ্টির মাঝে ।
পরিতৃপ্তি খুঁজো কপালের ভাঁজে । [বিস্তারিত] -
দেখেছি সূর্যের হাসি
তোমার এলো চুলে ।
দেখেছি শরতের আগমন
তোমার খোপার ফুলে । [বিস্তারিত] -
যদি আমার থাকতো দুটি ডানা,
উড়ে যেতাম তোমার কাছে ।
কে করতো মানা ?
কাটিয়ে সকল বাধা, [বিস্তারিত] -
করোনা তোমার জন্য
পেয়েছি স্বাধীনতা, হয়েছি ধন্য ।
এখন কাক ডাকা ভোরে
নেই কোন তাড়া । [বিস্তারিত] -
তুমি দেখ কুয়াশায় ঢাকা বিস্তীর্ণ সবুজ ভূমি ।
আমি দেখি আঁখিতে অশ্রু টলমল তুমি ।
তুমি দেখ উত্তাল ঢেউয়ে সমুদ্র দেয় জলের ছিটা ।
আমি দেখি তার প্রবল আঘাতে কত মানুষ হারিয়েছে ভিটা । [বিস্তারিত] -
অপরিচিতা আর কতকাল
থাকবে পর্দার আড়ালে ?
ফিরে পাবেনা এই দুর্লভ সময়
একবার হারালে ! [বিস্তারিত]