স্থান সমাচার
বৌ বাজারে বৌ কিনে, চলে যাব বিয়ানী বাজার,
বৌ যদি না বিয়ায় তবে, রেখে দেব বাগেরাজার।
পুলিশ ভাই দেবে সাজা, পাবো আমি বড় মজা,
সেই আনন্দে খাবো সদাই খাস্তা আর খাজা-গজা।
পোড়াদাহের বস্ত্র কিনে বলবো বস্ত্র তুমি খুল-না,
ঢাকা সদায় ঢাকা থাকো, ঢাকনা তুমি তুলনা।
তাতেও যদি না হয় ভালো, চলে যাবো কচু ক্ষেত,
জন্তুর মত গোস্যা করলে, মারব তোমার পাছায় বেত।
নীল ক্ষেতের নীল বইয়ে, খুলবে যখন ব্রেইন,
কমলা পুরের কমলা খেলে আসবে শা’মখদুম ট্রেন।
গুলি যদি খেতে চাও, চলে যাও তুমি গুলিস্থান,
মতিঝিলের ঠান্ডাজলে শ্যাম্পুতে তাই করবে স্নান।
বৌ যদি না বিয়ায় তবে, রেখে দেব বাগেরাজার।
পুলিশ ভাই দেবে সাজা, পাবো আমি বড় মজা,
সেই আনন্দে খাবো সদাই খাস্তা আর খাজা-গজা।
পোড়াদাহের বস্ত্র কিনে বলবো বস্ত্র তুমি খুল-না,
ঢাকা সদায় ঢাকা থাকো, ঢাকনা তুমি তুলনা।
তাতেও যদি না হয় ভালো, চলে যাবো কচু ক্ষেত,
জন্তুর মত গোস্যা করলে, মারব তোমার পাছায় বেত।
নীল ক্ষেতের নীল বইয়ে, খুলবে যখন ব্রেইন,
কমলা পুরের কমলা খেলে আসবে শা’মখদুম ট্রেন।
গুলি যদি খেতে চাও, চলে যাও তুমি গুলিস্থান,
মতিঝিলের ঠান্ডাজলে শ্যাম্পুতে তাই করবে স্নান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুরমী খানম ২৬/০৪/২০১৫সুন্দর
-
নাজমুল আহসান ২৫/০৪/২০১৫মজা
-
অবুঝ ব্লগার ২৪/০৪/২০১৫মজা পেলাম
-
সাইদুর রহমান ২১/০৪/২০১৫বেশ মজা পেলাম কবিতাটি পড়ে।
শুভ কামনা। -
কপিল দেব ২১/০৪/২০১৫মজায় ভরা
-
রক্তিম ২১/০৪/২০১৫এক ধরণের মজা পেলাম । ভালো লেগেছে।
-
সবুজ আহমেদ কক্স ২১/০৪/২০১৫মুগ্ধ