গেয়ে যাও জীবনের জয়গান
আসুক ঝঞ্জা কেঁপে উঠুক প্রাণ
যতই পাও লাঞ্ছনা, করুক যত অপমান
ভালবেসে তারে দাও বুক ভরা গান ।
দুঃখ কষ্টে ব্যাথিত মনে পাও প্রশ্রয়
নিজেকে তুমি বীর বেশে নিজেকে কর জয় ।
আসুক যত বাঁধার পাহাড়,অলক্ষ্য প্রাচীর
আত্মশক্তির বলে ভেঙ্গে কর চৌচির ।
আসুক জীবনে আঁধার নেমে থেমো না।
আলোর রথ চালিয়ে মাঝ পথে নেমো না ।
বুকে বল ,মনে সাহস হও আগুয়ান
পেয়ে যাবে তুমি অজেয় বীরের সম্মান
সম্মুখে চলতে পিছনে যদি কেউ ডাকে
পিছনে ফিরোনা ! নাও সামনে ডেকে তারে ।
যদি হতে চাও সকলের বন্ধু ,কেন্দ্রবিন্দু
তাহলে পাড়ি দাও গঙ্গা,যমুনা, সিন্ধু ।
সামনে তোমার মৃত্যুর ভয়াল ভয় ।
ভয়কে ভয় দেখিয়ে কর তারে জয় !
অলসতা আর কুঁড়েমি ঝেড়ে ফেল তারে ।
ফুল ফোটাও, ফল ধরাও গাছ ভরে ।
বুক ফুলিয়ে চল, আমরা বীরের জাতি
মন দুলিয়ে বল ,চলে যা আতি পাতি ।
ওরে বুলবুলি খাসনেকো আর ধান
আমরা উড়িয়েছি বিজয়ের নিশান ।
যতই পাও লাঞ্ছনা, করুক যত অপমান
ভালবেসে তারে দাও বুক ভরা গান ।
দুঃখ কষ্টে ব্যাথিত মনে পাও প্রশ্রয়
নিজেকে তুমি বীর বেশে নিজেকে কর জয় ।
আসুক যত বাঁধার পাহাড়,অলক্ষ্য প্রাচীর
আত্মশক্তির বলে ভেঙ্গে কর চৌচির ।
আসুক জীবনে আঁধার নেমে থেমো না।
আলোর রথ চালিয়ে মাঝ পথে নেমো না ।
বুকে বল ,মনে সাহস হও আগুয়ান
পেয়ে যাবে তুমি অজেয় বীরের সম্মান
সম্মুখে চলতে পিছনে যদি কেউ ডাকে
পিছনে ফিরোনা ! নাও সামনে ডেকে তারে ।
যদি হতে চাও সকলের বন্ধু ,কেন্দ্রবিন্দু
তাহলে পাড়ি দাও গঙ্গা,যমুনা, সিন্ধু ।
সামনে তোমার মৃত্যুর ভয়াল ভয় ।
ভয়কে ভয় দেখিয়ে কর তারে জয় !
অলসতা আর কুঁড়েমি ঝেড়ে ফেল তারে ।
ফুল ফোটাও, ফল ধরাও গাছ ভরে ।
বুক ফুলিয়ে চল, আমরা বীরের জাতি
মন দুলিয়ে বল ,চলে যা আতি পাতি ।
ওরে বুলবুলি খাসনেকো আর ধান
আমরা উড়িয়েছি বিজয়ের নিশান ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বাধীন আমিনুল ইসলাম ১৯/০৪/২০১৫দারুন ভয়কে জয় করার এক অমৃত বাণী। শুভ কামনা রইল কবি।
-
সুরমী খানম ১৮/০৪/২০১৫আমরা বীরের জাতি
-
বদরুজ্জামান ১৮/০৪/২০১৫nice
-
স্বপন রোজারিও(১) ১৮/০৪/২০১৫জীবনের গান গাইতে হবে।