www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ডাস্টবিন

বহুল ব্যবহৃত কাগজের অবস্থান ডাস্টবিনে
ব্যবহারকারীর সাথে মঙ্গললোকে ভাগ্য তাকে চেনে ।
নিষ্ঠুর পরিহাস হতভাগাদের দলে
এই অলিখিত গনিতের সূত্র কোথাও খুঁজে না মেলে ।
যুক্তিবিদ্যার ফালাছিতে, ‘ডাস্টবিনের পোকারাও খায়
সুবিধাবঞ্চিত ভাগ্যহীন অর্বাচীনরাও তাই।‘
ডাস্টবিনের পোকা আর মানুষ এক হয়ে যায়,
তখন কুত্তাগুলো ভীষণ কষ্ট পাই ।

ভাগ দিতে গেলে কম পড়ে যাবে
খাঁচা হীন নির্বোধ জন্তু সারমেয় গুলো ঠিক তাই ।
কিন্তু উপাই নাই !
দৈবের নির্ঘাত বিধান
দুর্বলের সান্ত্বনার প্রলেপ
নইলে বাচে কি করে ?
উত্তরণের কোন পথ নেই
চলবে যুগ যুগ ধরে ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast