হে বৈশাখ
তুমি দুল দুল অশ্বে-আশোয়ারের
দুর্বার হুঙ্কারে আর একবার গর্জে ওঠ;
হাঁকিয়ে দাও হায়দরী হাঁক। যার
প্রতিশব্দে ছিন্ন-বিচ্ছিন্ন হবে কুচক্রীর
ষড়যন্ত্রের ফিসফিসানি কণ্ঠস্বর।
যার গম্ভীর নিনাদে জেগে
উঠুক ঘুমন্ত নগরী,জাগরিত প্রকৃতি ।
উচ্চস্বরে ডাক দাও !যে ডাকে সাড়া
দেবে তরুন কচি-কাঁচার প্রাণ ।
উদ্বেলিত হিয়া নিয়ে হবে তৎপর
সৃজনশীল সৃষ্টিশীলতায় ।
ধরার বুকে অবতীর্ণ হয়ে রবীন্দ্র পরি
মহান প্রেমিক,এক মহিমান্বিত,মহীয়ান
যাঁর ক্ষুরধার লেখনীতে প্রাপ্তির
উচ্চকিত জগতের জাগতিক বিশ্ব রবে চির অম্লান ।
পুরানো পঁচা অতীতের জঞ্জালকে অপসারণে
চির নতুনের গাহিয়ে গান প্রদীপ্ত কর
কাঁচা সবুজ প্রাণ ।
হে বৈশাখ, বৈপরিত্তের বেসুরো শাঁখ-
ভেঙ্গে ফেল, বাজাও আনকোরা মঙ্গল শাঁখ-
প্রজ্বলন কর মঙ্গল দ্বীপ,যার উজ্জ্বল আলোকে
দূর হয়ে জাক মসীলিপ্ত তীব্র আঁধার ।
হে বৈশাখ, বাজাও, বাজিয়ে দাও মঙ্গলঢাক !
রণ ভেরীর রণ হুঙ্কারে পলায়িত অশনি সংকেত
হে অনিবার,দুর্নিবার ঘূর্ণায়মান বিশ্বে উড্ডায়ন কর
প্রশান্তির অমোঘ পতাকা
হে বৈশাখ
বাজাও,বাজাও তোমার ডমরু
যার সুমধুর আওয়াজে নটরাজ
উদ্দীপিত উদ্দালক নৃত্যে সকল
অশুভ শক্তিকে ছাগমুণ্ড দানুক ।
আনুক তত্ত্ব-তালাস সকল সংকটের
মুশকিল আসান ।
হে বৈশাখ
তুমি অনভিপ্রেত,অনিকেতের সংযোগে
গড়ে দাও শান্তির নীড় ।
চির অশান্তির মাঝে বহাও শান্তির ফল্গুধারা ।।
দুর্বার হুঙ্কারে আর একবার গর্জে ওঠ;
হাঁকিয়ে দাও হায়দরী হাঁক। যার
প্রতিশব্দে ছিন্ন-বিচ্ছিন্ন হবে কুচক্রীর
ষড়যন্ত্রের ফিসফিসানি কণ্ঠস্বর।
যার গম্ভীর নিনাদে জেগে
উঠুক ঘুমন্ত নগরী,জাগরিত প্রকৃতি ।
উচ্চস্বরে ডাক দাও !যে ডাকে সাড়া
দেবে তরুন কচি-কাঁচার প্রাণ ।
উদ্বেলিত হিয়া নিয়ে হবে তৎপর
সৃজনশীল সৃষ্টিশীলতায় ।
ধরার বুকে অবতীর্ণ হয়ে রবীন্দ্র পরি
মহান প্রেমিক,এক মহিমান্বিত,মহীয়ান
যাঁর ক্ষুরধার লেখনীতে প্রাপ্তির
উচ্চকিত জগতের জাগতিক বিশ্ব রবে চির অম্লান ।
পুরানো পঁচা অতীতের জঞ্জালকে অপসারণে
চির নতুনের গাহিয়ে গান প্রদীপ্ত কর
কাঁচা সবুজ প্রাণ ।
হে বৈশাখ, বৈপরিত্তের বেসুরো শাঁখ-
ভেঙ্গে ফেল, বাজাও আনকোরা মঙ্গল শাঁখ-
প্রজ্বলন কর মঙ্গল দ্বীপ,যার উজ্জ্বল আলোকে
দূর হয়ে জাক মসীলিপ্ত তীব্র আঁধার ।
হে বৈশাখ, বাজাও, বাজিয়ে দাও মঙ্গলঢাক !
রণ ভেরীর রণ হুঙ্কারে পলায়িত অশনি সংকেত
হে অনিবার,দুর্নিবার ঘূর্ণায়মান বিশ্বে উড্ডায়ন কর
প্রশান্তির অমোঘ পতাকা
হে বৈশাখ
বাজাও,বাজাও তোমার ডমরু
যার সুমধুর আওয়াজে নটরাজ
উদ্দীপিত উদ্দালক নৃত্যে সকল
অশুভ শক্তিকে ছাগমুণ্ড দানুক ।
আনুক তত্ত্ব-তালাস সকল সংকটের
মুশকিল আসান ।
হে বৈশাখ
তুমি অনভিপ্রেত,অনিকেতের সংযোগে
গড়ে দাও শান্তির নীড় ।
চির অশান্তির মাঝে বহাও শান্তির ফল্গুধারা ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ১৫/০৪/২০১৫বেশ সুন্দর লিখা
-
আবিদ আল আহসান ১৫/০৪/২০১৫Valo
-
জাহিদুর রহমান ১৪/০৪/২০১৫Sotti onak valo laglo
-
ফারুক নুর ১৩/০৪/২০১৫নববর্ষের শুভেচ্ছা ।
-
সাইদুর রহমান ১৩/০৪/২০১৫সুন্দর কবিতা।
নববর্ষের শুভেচ্ছা। -
স্বপন রোজারিও(১) ১৩/০৪/২০১৫বৈশাখের শুভচ্ছা রইলো।
-
স্বাধীন আমিনুল ইসলাম ১৩/০৪/২০১৫বিদ্রোহের কঠিন ছোয়া। ভাল লাগল কবিতাটি।
-
সবুজ আহমেদ কক্স ১৩/০৪/২০১৫দারুন সুন্দর