জেগে রই একাকি
চুপচাপ পরমেশ্বর !
ঘরের মধ্যে ঘর, ঠাই জেগে রই !
আমার মশারির চারপাশে জোনাকিরা দেই না আলো ,
শুধু এনোফিলিস আর কিউলেক্সের গান শুনি ।
ফ্যানের একটানা ঘরঘর আওয়াজের ,
নাগরিক জীবনে ভুলে যায়
চলে যায় গ্রাম্য ঝিঝিদের ঐক্যতানে ।
শূন্য মনে বিছানায় সাথীহীন একাকী
নিঃসঙ্গ এক বিরহের যক্ষ
শুনতে পাই মৃত্যুর পদধ্বনি ।
হৃদয়ের তলদেশে ক্ষরিত রক্তের ফোঁটা পতনের
শব্দাবলীর অনুরণন ।
শ্রুতিগোচর হয় তিলতিল তৈলহীন
প্রদীপের শিখা শেষের গান ।
স্মৃতি বিভ্রমের নস্টালজিয়ায়
ফিরে যায় যৌবনের কোন এক সকালে ।
প্রেয়সীর আগমনের অপেক্ষায় থাকা
মুহূর্তের সোনালি প্রহরের অনুভবে
কি দুঃসহ অন্তজ্বালায় না পাওয়ার বেদনা ।
সুতীব্র বেদনাহত ক্ষত বিক্ষত দুর্মর সময় ।
বুকের উপর পাথর চাপা
আদম আর হাওয়ার একে অন্যের খোঁজার মুহূর্ত ।
আরাফাতের মরুময় মরুপ্রান্তরে
মিলনের জয়গান শোনার প্রত্যাশায়
অপেক্ষায় কাটে প্রহর ! পল ! দণ্ড !!
ঘরের মধ্যে ঘর, ঠাই জেগে রই !
আমার মশারির চারপাশে জোনাকিরা দেই না আলো ,
শুধু এনোফিলিস আর কিউলেক্সের গান শুনি ।
ফ্যানের একটানা ঘরঘর আওয়াজের ,
নাগরিক জীবনে ভুলে যায়
চলে যায় গ্রাম্য ঝিঝিদের ঐক্যতানে ।
শূন্য মনে বিছানায় সাথীহীন একাকী
নিঃসঙ্গ এক বিরহের যক্ষ
শুনতে পাই মৃত্যুর পদধ্বনি ।
হৃদয়ের তলদেশে ক্ষরিত রক্তের ফোঁটা পতনের
শব্দাবলীর অনুরণন ।
শ্রুতিগোচর হয় তিলতিল তৈলহীন
প্রদীপের শিখা শেষের গান ।
স্মৃতি বিভ্রমের নস্টালজিয়ায়
ফিরে যায় যৌবনের কোন এক সকালে ।
প্রেয়সীর আগমনের অপেক্ষায় থাকা
মুহূর্তের সোনালি প্রহরের অনুভবে
কি দুঃসহ অন্তজ্বালায় না পাওয়ার বেদনা ।
সুতীব্র বেদনাহত ক্ষত বিক্ষত দুর্মর সময় ।
বুকের উপর পাথর চাপা
আদম আর হাওয়ার একে অন্যের খোঁজার মুহূর্ত ।
আরাফাতের মরুময় মরুপ্রান্তরে
মিলনের জয়গান শোনার প্রত্যাশায়
অপেক্ষায় কাটে প্রহর ! পল ! দণ্ড !!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ১৭/০৩/২০১৫দারুন কাব্যতা দারুন
-
দ্বীপ সরকার ১৭/০৩/২০১৫আকর্ষণ আছে বটে।
-
পিয়ালী দত্ত ১৬/০৩/২০১৫ভাল লাগা রইল
-
নূরুজ্জামান নাঈম ১৬/০৩/২০১৫অপেক্ষা সার্থক হোক।
-
মল্লিকা রায় ১৬/০৩/২০১৫ভালো লাগলো কবিতা।
-
সবুজ আহমেদ কক্স ১৬/০৩/২০১৫সুন্দর
-
অগ্নিপক্ষ ১৬/০৩/২০১৫আর চাই!!!!!
-
অগ্নিপক্ষ ১৬/০৩/২০১৫মজার কবিতা!!
-
অগ্নিপক্ষ ১৬/০৩/২০১৫হাহাহা!