পাখির আকুতি
আমরা পাখি, হৃদয়ে ডাকি, গায় আনন্দের গান,
আমাদের সুরে জাগরণের তরে জেগে ওঠে প্রাণ।
আমরা সুন্দর বন বনন্তর ভরি ফুল ফসলে,
আদায় করি প্রাণটি ভরি সুদ সহ আসলে।
তোমরা যারা পাগল পারা প্রাণকে কর তুলনা,
তোমরা তারাই নিষ্ঠুর হৃদয় মারতে কিন্তু ভোলনা।
হয়ে কঠোর পুরাও জঠর আমাদেরই মাংসে,
তাড়িয়ে ধরে খাচায় পুরে নিষ্ঠুর বিধ্বংসে।
ফুল আর পাখি হৃদয়ে রাখি গাও সুন্দরের গান,
সুখে নাচবো আমরা বাঁচবো ধন্য হবে প্রাণ।
দৃঢ় কর মন কেটোনাকো বন বংশ বৃদ্ধির তরে,
গায়বো মোরা আত্মহারা জনম জনম ধরে।
আমরা পাখি হৃদয়ে রাখি ব্যথার সমূদ্দুর,
রেখে রতন যাতনা যতন পাড়ি দেয় বহুদূর।
আমাদের সুরে জাগরণের তরে জেগে ওঠে প্রাণ।
আমরা সুন্দর বন বনন্তর ভরি ফুল ফসলে,
আদায় করি প্রাণটি ভরি সুদ সহ আসলে।
তোমরা যারা পাগল পারা প্রাণকে কর তুলনা,
তোমরা তারাই নিষ্ঠুর হৃদয় মারতে কিন্তু ভোলনা।
হয়ে কঠোর পুরাও জঠর আমাদেরই মাংসে,
তাড়িয়ে ধরে খাচায় পুরে নিষ্ঠুর বিধ্বংসে।
ফুল আর পাখি হৃদয়ে রাখি গাও সুন্দরের গান,
সুখে নাচবো আমরা বাঁচবো ধন্য হবে প্রাণ।
দৃঢ় কর মন কেটোনাকো বন বংশ বৃদ্ধির তরে,
গায়বো মোরা আত্মহারা জনম জনম ধরে।
আমরা পাখি হৃদয়ে রাখি ব্যথার সমূদ্দুর,
রেখে রতন যাতনা যতন পাড়ি দেয় বহুদূর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রদীপ কুমার ০১/০৩/২০১৫অনেক ভাল...
-
জাফর পাঠান ২৮/০২/২০১৫ছন্দরসে ডুব দিয়ে নিসর্গে হারিয়ে গেলাম ।
-
অ ২৮/০২/২০১৫সুন্দর কবিতা ।
-
সবুজ আহমেদ কক্স ২৮/০২/২০১৫ভেরি নাইস .....................
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৮/০২/২০১৫অনেক নাইস একটা পয়েম। সুপার লাইক।