বেড়াজাল
শ্যামলতা আজ ধরাশায়ী,
শীতলতা আজ অগ্নিকুম্ভের আচ্ছাদনে আবৃত।
ব্যথা গুলো আজ বিলীন কেন?
হয়ত হারিয়ে গিয়েছে অতলস্পর্শী কোনো সুখের খোঁজে।
সুখগুলোই যেন আজ ঘেরাও করেছে,
কাঁটাতারের বেড়াগুলো আজ শিথিল যেন।
তবু সময় বেয়ারা হয়েছে, ছুটছে।
কাঁটাগুলো আজও ঘোরে একই গতিতে,
ওরা কোনোদিনও থামতে জানে না কেন??
শীতলতা আজ অগ্নিকুম্ভের আচ্ছাদনে আবৃত।
ব্যথা গুলো আজ বিলীন কেন?
হয়ত হারিয়ে গিয়েছে অতলস্পর্শী কোনো সুখের খোঁজে।
সুখগুলোই যেন আজ ঘেরাও করেছে,
কাঁটাতারের বেড়াগুলো আজ শিথিল যেন।
তবু সময় বেয়ারা হয়েছে, ছুটছে।
কাঁটাগুলো আজও ঘোরে একই গতিতে,
ওরা কোনোদিনও থামতে জানে না কেন??
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আখলাক হুসাইন ১৬/১০/২০১৮চমৎকার
-
সাইয়িদ রফিকুল হক ১৬/১০/২০১৮বেশ তো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৬/১০/২০১৮অসাধারন