www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পালিয়ে যাবার নেশা

তুই আছিস গোপনে, মনের সঙ্গোপনে;
কালো চোখের আড়ালে ধূসর কামনা-
তরল দেয়া নেয়ার দিন বুঝি আজ হল শেষ,
গ্রন্থিগুলোকে বলেছি আজ তোদের ছুটি;
তুই বলেছিস ওরা সব বদমাশ।
ডালে, ঝোলে আর ভাতের পরশে,
শরীর আজ পান্তা শীতল; সাথে স্নাযু়গুলো ও।
তুই ছিলি, তাই ছিল মনের উচাটন বায়না,
তুই আসবি তাই আছে বেদুইন কামনা।
কিন্তু তুই যে আর চাস না সে সব;
চিড়িখানার প্রেম আজ জঙ্গলের এর চেয়ে বন্য তোর কাছে।
সমুদ্রের ঢেউ আজ কয়েদ Swimming Pool-এ,
আর তুই বন্দী সময়ের Photo Frame-এ।
মুক্তির বায়না তোর মঞুর করেছি-
আশা করি তুই উড়বি আবার,
আপন খেয়ালে, নিজের আকাশে, অনেক উঁচুতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আনন্দ চ্যাটার্জী ১৪/১২/২০১৭
    ধন্যবাদ
  • মধু মঙ্গল সিনহা ১২/১২/২০১৭
    অনেক সুন্দর একটি কবিতা।
  • দারুন!!!
  • অসাধারণ....!
 
Quantcast