www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এসো ওগো

এসো ওগো আমার চির পুরানো
বুক জুড়াবে আজ-এসো ওগো হৃদয় জুড়ানো।


বিরহ!- কয়লা হয়ে জ্বলছে দিবা-রাত্রী কেমনে জীবন বাঁচে
কাছে আসলে পুঁড়ে মরে কেউ-আমার জ্বলন্ত আগুন আঁচে।
কেউ আসে বাঁচানোর আশায়
দেখে সকলে নয়ন ভাসায়।
বিরহ অমনি অশান্ত করেছে মোরে
বিরহ হাসি-হাসি নিয়ে ফিরি-ঘুরে।


হেরেও বিজয়ী-দীর্ঘ যুগ তোমার আশায় কাটে
অপেক্ষায় চিরকাল-অশ্রু নয়ন-কষ্টে বুক ফাটে।
প্রিয়- অপেক্ষায় মোর ভালোবাসা
সকলের মুখে বুলি- এ নাকি সর্বনাশা।
ধুমকেতু যেমন ছোওয়ায় বিশ্ব পুঁড়ানো
এসো ওগো আমার হৃদয় জুড়ানো।


রচনাকালঃ ০৪/১১/২০১৯ইং
ময়মনসিংহ-বাটিকাশর বড়বাড়ি


(অপেক্ষার আড়ালে কাব্যগ্রন্থ থেকে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast