আর কতদিন
আর কতদিন তোমার জন্য
মনের সাথে যুদ্ধ করব
আর কতদিন তোমার জন্য
শুধু কষ্টের প্রহর গুনব।
আর কতদিন তোমার জন্য
তুলসির মূলে জল ঢালবো
আর কতদিন তোমার জন্য
শুকনো দেহ বৃষ্টিতে ভেজাবো।
আর কতদিন তোমার জন্য
দু চোখের অশ্রু ঝরাবো
আর কতদিন তোমার জন্য
নতুন করে নিজেকে সাজাবো
আর কতদিন তোমার জন্য
উতলা মন শান্ত করে রাখব।
আর কতদিন তোমার জন্য
দূর পথে অপলক চেয়ে থাকব।
মনের সাথে যুদ্ধ করব
আর কতদিন তোমার জন্য
শুধু কষ্টের প্রহর গুনব।
আর কতদিন তোমার জন্য
তুলসির মূলে জল ঢালবো
আর কতদিন তোমার জন্য
শুকনো দেহ বৃষ্টিতে ভেজাবো।
আর কতদিন তোমার জন্য
দু চোখের অশ্রু ঝরাবো
আর কতদিন তোমার জন্য
নতুন করে নিজেকে সাজাবো
আর কতদিন তোমার জন্য
উতলা মন শান্ত করে রাখব।
আর কতদিন তোমার জন্য
দূর পথে অপলক চেয়ে থাকব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৯/০৯/২০১৬Nice
-
মোবারক হোসেন ০১/০৯/২০১৬ভাল
-
মোবারক হোসেন ৩০/০৮/২০১৬ভাল।।
-
আরিফ মুহাম্মদ ৩০/০৮/২০১৬আরো কিছু দিন অপেক্ষা করুন দেখা যাক কি হয়...
-
মনিরুজ্জামান শুভ্র ২৯/০৮/২০১৬আর কত দিন? সেটা আমারো প্রশ্ন। অনেক ভাল লেগেছে। দূর পথে অপলক না চেয়ে থেকে আমদের জন্য আরো ভাল ভাল কবিতা উপহার দিন । ভাল থাকবেন।
-
পরশ ২৯/০৮/২০১৬চমৎকার
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৮/২০১৬আর-একটু ধৈর্যধারণ করলেই সব ঠিক হয়ে যাবে।