www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আচ্ছাদন

অনেক স্বপ্ন সময়ের সাথে
হয়ে ওঠে অসহ‍্য যন্ত্রণার যন্ত্র।

মনের মানুষ অচেনা হয়ে যায় ব‍্যস্ত ভিড়ে
কিছু নতুন প্রমাণ করার অহংকারে,
মাঝখানে পরে থাকে বিভ্রান্ত প্রতিশ্রুতির তিক্ত অভিজ্ঞতা -
স্বাধীন একলা বিনা কৈফিয়তে।

রাত জাগে ব‍্যক্তিগত স্পৃহা ঘুমের পাশে
পরিকল্পনার জেড়ে ভোর নামে, আর
পাশবালিশের সীমারেখার ব‍্যপ্তি ঘটে
ধারণার গভীর ওবধি।

ইচ্ছে পূরণের আড়ালে খুন হওয়া ইচ্ছের আর্তনাদ
মুচকি হাসিতে বিলিন হয়ে যাওয়ার সাথে
বাড়তে থাকা অবমাননা - অভিযোগে
বাড়তে থাকে মানষিক বিপর্যয়।

চলতে থাকে ফরমায়েশের পর ফরমায়েশ
দিবারাত্রি দিন প্রতিদিন,
প্রতিজ্ঞাবদ্ধ কর্তব‍্যের নির্দিষ্ট কোনো স্থান নেই,
নেই অজুহাত আর অপারগতায় ভেদাভেদ।

এমনি কত ন‍্যয়-অন‍্যয় রঙিন পরিধানে আবহমান, আর
অপরাধবোধ রাস্তার সেই বদ্ধ পাগলের মতো নির্বিকার
যার লজ্জা ঢাকার জন্য কোনো আচ্ছাদনে প্রয়োজন নেই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast