ভালো থেকো মন
জেগে জেগে রাত ভোর
ভেবেছি তোমার কথা
হয়ে কঠিন পাষাণ
দিয়েছি তোমায় ব্যথা
মিথ্যে জেদের বশে
ভেঙ্গেছি তোমার মন
আমিও কাঁদি আজ
ভেবে ভেবে সেই ক্ষণ
আমার অনেক ভূল
আজ যে বুঝেছি স্পষ্ট
কী করে জানাবো বলো?
তোমায় হারানোর কষ্ট
সেদিন তোমার সব যুক্তির
বুঝেছি অন্য মানে
আসলে আমি নই এমন
তোমার মনও জানে
স্বপ্নে আজও ভেসে ওঠে
শেষ বিকেলের দ্বন্দ্ব
ফেরার পথ বন্ধ করে
দিয়েছো আমায় দন্ড
ভুলের মাশুল গুনতে গিয়ে
চেয়েছি অনেক ক্ষমা
তোমার সাথে মধুর স্মৃতি
বুকে আছে জমা
পাও তুমি মুক্ত বাতাস
সুস্থ স্বাধীন জীবন
নিজ গুনে কোরো ক্ষমা আর
ভালো থেকো মন।
ভেবেছি তোমার কথা
হয়ে কঠিন পাষাণ
দিয়েছি তোমায় ব্যথা
মিথ্যে জেদের বশে
ভেঙ্গেছি তোমার মন
আমিও কাঁদি আজ
ভেবে ভেবে সেই ক্ষণ
আমার অনেক ভূল
আজ যে বুঝেছি স্পষ্ট
কী করে জানাবো বলো?
তোমায় হারানোর কষ্ট
সেদিন তোমার সব যুক্তির
বুঝেছি অন্য মানে
আসলে আমি নই এমন
তোমার মনও জানে
স্বপ্নে আজও ভেসে ওঠে
শেষ বিকেলের দ্বন্দ্ব
ফেরার পথ বন্ধ করে
দিয়েছো আমায় দন্ড
ভুলের মাশুল গুনতে গিয়ে
চেয়েছি অনেক ক্ষমা
তোমার সাথে মধুর স্মৃতি
বুকে আছে জমা
পাও তুমি মুক্ত বাতাস
সুস্থ স্বাধীন জীবন
নিজ গুনে কোরো ক্ষমা আর
ভালো থেকো মন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলম সারওয়ার ০৪/০৯/২০২০অসাধারণ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৪/০৯/২০২০Its very Good.
-
ফয়জুল মহী ০৪/০৯/২০২০মনোরম লেখা ।
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/০৯/২০২০বেশ ভালো লেগেছে প্রিয় কবি।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৪/০৯/২০২০অসাধারন
-
পি পি আলী আকবর ০৪/০৯/২০২০সুন্দর