প্রায়শ্চিত্ত
কিছু দিন কেটেছে আলোয়
কিছু ক্ষণ কেটেছে ভালোয়,
বাকিটা জুড়ে প্রতিকূলতায় ভরা
ইচ্ছে কত আজও অধরা,
মূল্যবোধ যা ছিল হারিয়েছে আজ
বিলাসীতা ছেড়ে বেছেছি কাজ,
আপনজন তবু উদাসীন থাক
জীবনটা অবহেলায় কেটে যাক,
আরো কিছু যুগ কেটে যাবে অবমাননায়
কিছুটা নীরবে কিছুটা অভিনয়ে।
কিছু ক্ষণ কেটেছে ভালোয়,
বাকিটা জুড়ে প্রতিকূলতায় ভরা
ইচ্ছে কত আজও অধরা,
মূল্যবোধ যা ছিল হারিয়েছে আজ
বিলাসীতা ছেড়ে বেছেছি কাজ,
আপনজন তবু উদাসীন থাক
জীবনটা অবহেলায় কেটে যাক,
আরো কিছু যুগ কেটে যাবে অবমাননায়
কিছুটা নীরবে কিছুটা অভিনয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৩/০৯/২০২০অনিদ্রা সুন্দর
-
আব্দুর রহমান আনসারী ০১/০৯/২০২০ভালো ভাবনা
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩১/০৮/২০২০মনোমুগ্ধকর।
-
সাইয়িদ রফিকুল হক ৩১/০৮/২০২০বেশ!
-
ফয়জুল মহী ৩১/০৮/২০২০সুশোভিত