অসম্পূর্ণ প্রশ্ন
হয়তো আজও ভেসে যাবো ...
আজও মায়াবি রাত নির দিয়ে আঁক কাটে,
শীতল কুয়াশায় নিরবে বিরাজ করে ঝ’ড়া পাতার উষ্ণতা।
আজও যখন সবকিছু গতির বিপরীতে ছোটে
সব স্মৃতি আয়নার প্রতিফলনের মতো
সামনে এসে দাঁড়ায়,
অনেক বলতে চায়, ডাকতে চায়, আর
প্রত্যেক দৃশ্যেই বর্ণিত হয় অসমাপ্ত কাহিনী।
মন আজও বাড়ি ফিড়ে
সারা দিনের উপর গল্প লেখার চেষ্টা করে,
অচেতন কথোপকথোনে কার অভিমান ভোলানোর চেষ্টা করে?
কাকেই বা ফিরিয়ে আনতে চায়?
আজও কত প্রশ্ন করে যায় এক দৃষ্টিতে
দিনের শেষে তার একটা উত্তরও পাওয়া যায় না।
আজও মায়াবি রাত নির দিয়ে আঁক কাটে,
শীতল কুয়াশায় নিরবে বিরাজ করে ঝ’ড়া পাতার উষ্ণতা।
আজও যখন সবকিছু গতির বিপরীতে ছোটে
সব স্মৃতি আয়নার প্রতিফলনের মতো
সামনে এসে দাঁড়ায়,
অনেক বলতে চায়, ডাকতে চায়, আর
প্রত্যেক দৃশ্যেই বর্ণিত হয় অসমাপ্ত কাহিনী।
মন আজও বাড়ি ফিড়ে
সারা দিনের উপর গল্প লেখার চেষ্টা করে,
অচেতন কথোপকথোনে কার অভিমান ভোলানোর চেষ্টা করে?
কাকেই বা ফিরিয়ে আনতে চায়?
আজও কত প্রশ্ন করে যায় এক দৃষ্টিতে
দিনের শেষে তার একটা উত্তরও পাওয়া যায় না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শফিকুল মুহাম্মদ ইসলাম ২৮/০৮/২০২০অসাধারণ কবিত্ব, আমাকে বিস্মিত করেছে। শুভকামনা রইল প্রিয় কবি
-
কে. পাল ২৭/০৮/২০২০ভালো লেখা
-
ফয়জুল মহী ২৭/০৮/২০২০Amazing
-
পি পি আলী আকবর ২৭/০৮/২০২০good
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/০৮/২০২০well done
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৬/০৮/২০২০Very Good.