শাস্তি
কে বোঝাবে কোনটা ঠিক কী বা ভুল
কোন অপরাধের গুনছে মাশুল,
একাধারে অবিরত বিক্ষোভ, যার নেই কোনো পাপবোধ
বিপরীতে বিষণ্নতা দিয়ে কোন ঋণ করে চলে পরিশোধ,
মিটিয়ে হিসেব পাবে মুক্তি
ভাগ্যের চাকা ঘুরবে আবার,
যাকে বলে সব নিয়তির খেলা
কেমনে পাবে তার থেকে নিস্তার।
কোন অপরাধের গুনছে মাশুল,
একাধারে অবিরত বিক্ষোভ, যার নেই কোনো পাপবোধ
বিপরীতে বিষণ্নতা দিয়ে কোন ঋণ করে চলে পরিশোধ,
মিটিয়ে হিসেব পাবে মুক্তি
ভাগ্যের চাকা ঘুরবে আবার,
যাকে বলে সব নিয়তির খেলা
কেমনে পাবে তার থেকে নিস্তার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১৪/০৮/২০২০অসাধারণ লেখনী
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০৮/২০২০দুর্দান্ত।
-
আব্দুর রহমান আনসারী ১১/০৮/২০২০অনুপম লেখনী
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৮/২০২০ভালো।
-
ফয়জুল মহী ১১/০৮/২০২০দুর্দান্ত সাবলীল ও অনিন্দ্য সুন্দর উপস্থাপন । ভালো লাগা অবিরাম ।