অধরা
অকপট উক্তিতে, যুক্তিহীন যুক্তিতে
স্বপ্নের বাস্তবে, বাস্তবের স্বপ্নে
পালিয়ে পালিয়ে বেরিয়েছে
ধরা দেয় নি।
কেটে যাওয়া ঘুড়ি বিহঙ্গের মতো ডানা মেলে
মেঘ হয়ে স্পর্শ করেছে আকাশ আর
উড়োজাহাজে চড়ে উড়ে গেছে কোনো অচিন দেশের খোঁজে,
এমনি উড়ে উড়ে বেরিয়েছে
ধরা দেয় নি।
কালবৈশাখীর মতো উন্মাদ, সূর্যের মতো তেজ
শ্রাবণের বৃষ্টির গন্ধ মাখা কাশবনের শারদোৎসব হয়ে
শীতের ঝরা পাতা পেরিয়ে
দিয়ে গেছে রক্তিম পলাশে মোড়ানো ছাড়পত্র,
ঋতুর মতো বদলেছে নিরন্তর
ধরা দেয় নি।
মুক্ত বাতাস হয়ে ধরা দেয় নি
বেড়ে ওঠা দূষণের পাশে,
অচেনা ভিড়ে কোলাহল মেখে
ব্যস্ততার মুখোশ পড়ে
দ্রুত যুগের সাথে মিলিয়েছে তাল
ধরা দেয় নি।
বহু খোঁজ বিফলে গেছে -
সুদিন ফিরে চায় নি,
কেউ শোনেনি স্বীকারোক্তি, আর
অব্যক্ত থাক অধরা ধরার বিরহ।
স্বপ্নের বাস্তবে, বাস্তবের স্বপ্নে
পালিয়ে পালিয়ে বেরিয়েছে
ধরা দেয় নি।
কেটে যাওয়া ঘুড়ি বিহঙ্গের মতো ডানা মেলে
মেঘ হয়ে স্পর্শ করেছে আকাশ আর
উড়োজাহাজে চড়ে উড়ে গেছে কোনো অচিন দেশের খোঁজে,
এমনি উড়ে উড়ে বেরিয়েছে
ধরা দেয় নি।
কালবৈশাখীর মতো উন্মাদ, সূর্যের মতো তেজ
শ্রাবণের বৃষ্টির গন্ধ মাখা কাশবনের শারদোৎসব হয়ে
শীতের ঝরা পাতা পেরিয়ে
দিয়ে গেছে রক্তিম পলাশে মোড়ানো ছাড়পত্র,
ঋতুর মতো বদলেছে নিরন্তর
ধরা দেয় নি।
মুক্ত বাতাস হয়ে ধরা দেয় নি
বেড়ে ওঠা দূষণের পাশে,
অচেনা ভিড়ে কোলাহল মেখে
ব্যস্ততার মুখোশ পড়ে
দ্রুত যুগের সাথে মিলিয়েছে তাল
ধরা দেয় নি।
বহু খোঁজ বিফলে গেছে -
সুদিন ফিরে চায় নি,
কেউ শোনেনি স্বীকারোক্তি, আর
অব্যক্ত থাক অধরা ধরার বিরহ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১২/০৮/২০২০অনন্য প্রকাশ৷
-
Md. Jahangir Hossain ১০/০৮/২০২০বেশ সুন্দর প্রকাশ ভাব।
-
ঋষ্যনীল ১০/০৮/২০২০অপূর্ব লেখনী,শুভকামনা কবি!
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৯/০৮/২০২০অপূর্ব।
-
ফয়জুল মহী ০৯/০৮/২০২০Excellent
-
কে. পাল ০৯/০৮/২০২০বেশ